একুশে জুলাই : জাতীয় সড়কের মসাগ্রাম ও জৌগ্রামে তৃণমূলের ক্যাম্প অফিস, পরিদর্শনে জেলা সভাপতি
Sangbad Prabhati, 20 July 2025
অতনু হাজরা, জামালপুর : রাত পোহালেই তৃণমূল কংগ্রেসের শহীদ তর্পণ দিবস একুশে জুলাই। লাখো মানুষের সমাবেশ হবে ধর্মতলায়। বর্ধমান, বীরভূম সহ একাধিক জেলার কর্মী সমর্থকরা বাস ভর্তি করে যাবে জাতীয় সড়ক ধরে। তাই জামালপুরের জাতীয় সড়কে মসাগ্রাম ও জৌগ্রামে দুটি ক্যাম্প অফিস করা হয় দূরের জেলা থেকে আসা কর্মী সমর্থকদের সহায়তা দেবার জন্য। রবিবার কলকাতা যাবার পথে সেই ক্যাম্পে এসে প্রস্তুতির খোঁজ খবর নেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
তাঁর সাথে ছিলেন দুই বিধায়ক নিশীথ কুমার মালিক ও নেপাল ঘড়ুই। ছিলেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খাঁন, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক সহ স্থানীয় নেতৃত্বরা। সেখানে কিছুক্ষণ কাটিয়ে তাঁরা আবার কলকাতার দিকে রওনা দেন।
মেহেমুদ খাঁন বলেন জেলা সভাপতি কলকাতা যাচ্ছিলেন যাবার পথে তাঁরা ক্যাম্প গুলি পরিদর্শন করেন। উপস্থিত নেতৃত্ব ও কর্মী সমর্থকদের সাথে কথা বলে কলকাতা চলে যান। ব্যবস্থাপনা দেখে তাঁরা খুশি হয়েছেন।