Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

একুশে জুলাই : জাতীয় সড়কের মসাগ্রাম ও জৌগ্রামে তৃণমূলের ক্যাম্প অফিস, পরিদর্শনে জেলা সভাপতি


 

একুশে জুলাই : জাতীয় সড়কের মসাগ্রাম ও জৌগ্রামে তৃণমূলের ক্যাম্প অফিস, পরিদর্শনে জেলা সভাপতি 




Atanu Hazra 
Sangbad Prabhati, 20 July 2025

অতনু হাজরা, জামালপুর : রাত পোহালেই তৃণমূল কংগ্রেসের শহীদ তর্পণ দিবস একুশে জুলাই। লাখো মানুষের সমাবেশ হবে ধর্মতলায়। বর্ধমান, বীরভূম সহ একাধিক জেলার কর্মী সমর্থকরা বাস ভর্তি করে যাবে জাতীয় সড়ক ধরে। তাই জামালপুরের জাতীয় সড়কে মসাগ্রাম ও জৌগ্রামে দুটি ক্যাম্প অফিস করা হয় দূরের জেলা থেকে আসা কর্মী সমর্থকদের সহায়তা দেবার জন্য। রবিবার কলকাতা যাবার পথে সেই ক্যাম্পে এসে প্রস্তুতির খোঁজ খবর নেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। 

তাঁর সাথে ছিলেন দুই বিধায়ক নিশীথ কুমার মালিক ও নেপাল ঘড়ুই। ছিলেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খাঁন, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক সহ স্থানীয় নেতৃত্বরা। সেখানে কিছুক্ষণ কাটিয়ে তাঁরা আবার কলকাতার দিকে রওনা দেন। 

মেহেমুদ খাঁন বলেন জেলা সভাপতি কলকাতা যাচ্ছিলেন যাবার পথে তাঁরা ক্যাম্প গুলি পরিদর্শন করেন। উপস্থিত নেতৃত্ব ও কর্মী সমর্থকদের সাথে কথা বলে কলকাতা চলে যান। ব্যবস্থাপনা দেখে তাঁরা খুশি হয়েছেন।