পূর্ব বর্ধমানে সদর দক্ষিণ মহকুমার বিদ্যালয় প্রধানদের নিয়ে বিশেষ আলোচনা সভা
Sangbad Prabhati, 4 July 2025
অতনু হাজরা, মেমারি : পূর্ব বর্ধমানের সদর দক্ষিণ মহকুমায় ৬ টি ব্লকের সমস্ত হাই স্কুলের প্রধান শিক্ষকদের নিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক দেবব্রত পালের উপস্থিতিতে একটি আলোচনা সভার আয়োজন করা হয় মেমারী ১ ব্লকের পঞ্চায়েত সমিতির মিটিং হলে। আলোচনার মূল বিষয় বাল্য বিবাহ, অল্প বয়সে মাতৃত্ব, বিদ্যালয় ছুট ও পঠন পাঠন বিষয়। সম্প্রতি বিদ্যালয় স্তরে চালু হয়েছে হলিস্টিক রিপোর্ট কার্ড। সেই বিষয়ে বিদ্যালয়ের প্রধানদের বিস্তারিত ভাবে আলোচনা করেন জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক)।
আজকের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী, দুই সহকারী বিদ্যালয় পরিদর্শক অরুন কুমার মন্ডল ও স্বরূপ ব্যানার্জী, বিডিও শতরূপা দাস, প্রতিটি ব্লকের এস আই, প্রাক্তন উচ্চ মাধ্যমিক পরীক্ষার জেলা কনভেনর অতনু নায়েক, মাধ্যমিক পরীক্ষার যুগ্ম কনভেনর অমিত ঘোষ সহ অন্যান্যরা।
মহকুমা শাসক তাঁর বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে বলেন ছাত্র ছাত্রীদের কাছে তাঁরাই রোল মডেল, তাই তাঁদেরকেই এগিয়ে আসতে হবে বাল্য বিবাহ প্রতিরোধে। এছাড়াও শিক্ষার্থীদের ভালো অভ্যাস তৈরি করায় তাঁদের সাহায্য করতে হবে। তিনি ডি আই সাহেবকে ধন্যবাদ জানান তাঁর মহকুমার সকল প্রধান শিক্ষকদের নিয়ে এত সুন্দর আলোচনা সভা আয়োজন করা জন্য।
নিত্যানন্দ বাবু ডি আই সাহেব কে ধন্যবাদ জানান তাঁর ব্লক কে এই অনুষ্ঠানের জন্য বেছে নেওয়ায়। তিনি বিভিন্ন ব্লক থেকে আগত প্রধান শিক্ষকদের স্বাগত জানান এবং আজকের এই আলোচনা সভার সফলতা কামনা করেন।
ডি আই দেবব্রত পাল দীর্ঘক্ষণ ধরে প্রধান শিক্ষক শিক্ষিকাদের সাথে আজকের আলোচনার বিষয় নিয়ে আলোচনা করেন। আজকের এই সভায় অংশ নেওয়া বিদ্যালয়ের প্রধানরা বিদ্যালয় পরিদর্শককে ধন্যবাদ জানান তাঁদের সমৃদ্ধ করার জন্য। সমগ্র অনুষ্ঠানটি আয়োজন করতে সাহায্য করেন মেমারী ১ ব্লকের শিক্ষক কৌশিক মল্লিক সহ অন্যান্যরা।