Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুর্গাপুজোর অনুদান বেড়ে ১ লক্ষ ১০ হাজার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি


 

দুর্গাপুজোর অনুদান বেড়ে ১ লক্ষ ১০ হাজার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি


Atanu Hazra 
Sangbad Prabhati, 31 July 2025

অতনু হাজরা, কলকাতা ও জামালপুর : বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঝাঁপি উজাড় করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে দরাজ হস্ত, এবারে দুর্গা পূজায় অনুদান বাড়িয়ে করলেন ১ লক্ষ ১০ হাজার টাকা। আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামে পুজো কমিটি গুলোকে নিয়ে সভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে সব ধর্মের প্রধান দের নিয়ে এসে সর্ব শ্রম সমন্বয়ের বার্তা দিলেন তিনি। 

এই উপলক্ষ্যে রাজ্যের প্রতিটি ব্লক অফিসে পুজো কমিটি গুলোকে নিয়ে জায়ান্ট স্ক্রিনে দেখানোর ব্যবস্থা করা হয়। পূর্ব বর্ধমানের জামালপুরে পঞ্চায়েত সমিতির মিটিং হলে ব্লকের পুজো কমিটি গুলোকে নিয়ে জায়ান্ট স্ক্রিনে অনুষ্ঠানটি দেখানো হয়। উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, পুলিশের সি আই বিশ্বজিৎ মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, বিডিও রাহুল বিশ্বাস, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপাসিন্ধু ঘোষ, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন সহ অন্যান্যরা। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এবছরের পুজোর জন্য ১ লক্ষ ১০ হাজার টাকা ঘোষণা করেন তখন হাততালিতে ফেটে পড়ে দুর্গা পুজো কমিটিগুলোর কর্তাব্যক্তিরা, কেউ কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনিও দেন। 

বিধায়ক তাঁর বক্তব্যে বলেন, মুখ্যমন্ত্রী যেটা বললেন সেটা ধরেই বলেন বড় পুজো গুলো ছোট পুজো কমিটিগুলোকে যেনো সাহায্য করেন । মেহেমুদ খাঁন বলেন, তাঁরা আশা করবেন যেন প্রতিটি ক্লাব মুখ্যমন্ত্রীর একটা ফ্লেক্স করে তাঁকে ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, সকলে প্রশাসনকে সাহায্য করবেন কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না।