কলেজ ছাত্র-ছাত্রীদের নিয়ে রোড সেফটি বিষয়ক বিতর্ক সভা
Sangbad Prabhati, 29 July 2025
সেখ সামসুদ্দিন, মেমারি : পূর্ব বর্ধমান জেলার কলেজগুলিতে রোড সেফটি বিষয়ক বিতর্ক সভা আয়োজনের আদেশ দিয়েছেন জেলা শাসক আয়েশা রাণী এ। পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে জেলা শাসক নিজেই এই কর্মসূচির উদ্যোগ নিয়েছেন। ২৯ জুলাই বর্ধমান সদর দক্ষিণ মহকুমার পাঁচটি কলেজের মধ্যে মেমারি কলেজে বিতর্ক সভা করা হয়। উপস্থিত ছিলেন এ আই অফ পূর্ব বর্ধমান (মধ্যশিক্ষা) অরুণ কুমার মন্ডল, মেমারি ১ চক্রের এসআই ভজন কুমার ঘোষ, মোটর ভেহিকল ইন্সপেক্টর সৌগত প্রামাণিক, মেমারি কলেজের অধ্যক্ষ ডঃ দেবাশীষ চক্রবর্তী সহ অন্যান্য অধ্যাপক, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীরা। বিচারক ছিলেন এআই, এসআই ও অধ্যাপক ধনঞ্জয় সামন্ত। বিতর্ক সভায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে প্রথম স্থান অর্জন করে বাংলা বিভাগের ছাত্রী রিমিশা ঘোষ ও দ্বিতীয় স্থান অর্জন করে ইতিহাস বিভাগের ছাত্রী অবন্তিকা ঘোষ।
এই দুজন মহকুমা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানান এআই অরুণ কুমার মন্ডল। তিনি আরো জানান আজ মেমারি কলেজে দক্ষিণ মহকুমায় বিতর্ক সভা শেষ হল। এরপর বর্ধমান সদর উত্তর মহকুমার কলেজগুলোতে বিতর্ক সভা করা হবে। এমভিআই অফিসার বলেন, জেলা শাসকের উদ্যোগে কলেজ ভিত্তিক শুধু প্রতিযোগিতা নয়, কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে রোড সেফটি ক্লাব গঠন করে আরও বেশি করে মানুষকে সচেতন করার লক্ষ্যে কাজ করছেন। কলেজের অধ্যক্ষ জানান, রোড সেফটি ক্লাবের মাধ্যমে মানুষকে সচেতন করতে অগ্রণী ভূমিকা নেবেন এবং চেষ্টা করবেন মহকুমা পর্যায়ের প্রতিযোগিতায় ছাত্রীরা যেন সফলতা পায়, সেদিকেও নজর দেবেন।