মেরিনার্স অফ বর্ধমানের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের অনুষ্ঠানে ভারতের এক ঝাঁক খেলোয়াড়
Sangbad Prabhati, 27 July 2025
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের সাহায্যার্থে এবং মোহনবাগান ক্লাবের আই এস এল লিগ শিল্ড ও কাপ জয়কে স্মরণীয় করে রাখতে মোহনবাগান দিবসের প্রাক্কালে মেরিনার্স অফ বর্ধমানের পরিচালনায় কালনা রোড অগ্রদূত ক্লাবের সহযোগিতায় বর্ধমানে রক্তদান এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হল। শতাধিক মানুষ এদিন রক্ত দেন, ইসিজি, পিএফটি সহ বিভিন্ন দামী পরীক্ষা একটি বেসরকারী হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে করা হয়।
উপস্থিত ছিলেন একঝাঁক বর্তমান ও প্রাক্তন খেলোয়ার। অনূর্ধ্ব ১৯ ভারতীয় দল, রঞ্জি টিম ও দিল্লি ক্যাপিটালস ক্রিকেটার অভিষেক পোড়েল এবং প্রাক্তন মোহনবাগান অধিনায়ক ও বাংলা ও রেলওয়েজ রঞ্জি প্লেয়ার অর্ণব নন্দী কে বিশেষ সম্মাননা প্রদান করা হয় এদিন। কোলকাতার তিন প্রধানের দাপিয়ে খেলা ফুটবলার দেবাশীষ কোনার ও মোহনবাগানের প্রাক্তন ক্রিকেটার দুর্গেশ দুবে কেও সম্মানিত করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক খোকন দাস। উপস্থিত ছিলেন বি.ডি.এ. চেয়ারম্যান উজ্জ্বল প্রামানিক এবং বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার, কাউন্সিলর ড. শিখা দত্ত সেনগুপ্ত , বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক উত্তম সেনগুপ্ত, সমাজকর্মী স্বরাজ ঘোষ ও সন্দীপন সরকার সহ অনান্যরা। আয়োজকদের তরফে অরিন্দম সামন্ত জানান "জেলায় ক্রিকেট ও ফুটবল প্রশিক্ষণের ব্যাপারে মেরিনার্স অফ বর্ধমান উদ্যোগ নিচ্ছে, প্রাক্তন সকল খেলোয়ারকেই এদিন সে ব্যাপারে সহযোগিতার আর্জি জানানো হয়েছে"।