Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আমার পাঠশালাকে ডিজিটাল শিক্ষা সামগ্রী দিয়ে রোটারী ক্লাব অফ বর্ধমান সাউথের সহায়তা


 

আমার পাঠশালাকে ডিজিটাল শিক্ষা সামগ্রী দিয়ে রোটারী ক্লাব অফ বর্ধমান সাউথের সহায়তা 


Sangbad Prabhati, 20 July 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বছরভর সমাজ কল্যাণমূলক কর্মে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংস্থা আমার পাঠশালা বর্ধমানের নবাবহাট সংলগ্ন তালপুকুরে সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের নিয়ে শুরু করেছিল নিঃশুল্ক পাঠ দান কর্মসূচি। বর্তমানে রোটারী ক্লাব অফ বর্ধমান সাউথের সাথে যৌথ উদ্যোগে আমার পাঠশালা শুরু করেছে বয়স্ক সাক্ষরতা কর্মসূচি। নতুন এই কর্মসূচিতেও তারা যথেষ্ট সফল। নিঃশুল্ক শিশু শিক্ষা ও বয়স্ক সাক্ষরতা কর্মসূচিকে আরো মনোগ্রাহী, আরো চিত্তাকর্ষক ও আনন্দদায়ক করে তোলার জন্য রোটারী ক্লাব অফ বর্ধমান সাউথের পক্ষ থেকে আমার পাঠশালার হাতে অর্পণ করা হলো - প্রজেক্টর, প্রজেকশন স্ক্রীন ও সাউন্ড সিস্টেম। 

অনুষ্ঠানে রোটারী ক্লাব অফ বর্ধমান সাউথ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুব্রত মুখার্জী, শুভেন্দু দ্বিবেদী, সুজয় মিত্র, স্বপন ঘোষ ও অন্যান্য সদস্যবৃন্দ। আমার পাঠশালার পক্ষ থেকে উপস্থিত ছিলেন মিন্টু পান্ডে, রাজকুমার লাহা, সুবোধ মালিক এবং সন্দীপ পাঠক। 

আমার পাঠশালার সম্পাদক সন্দীপ পাঠক জানান, এই ধরনের সময়োপযোগী শিক্ষা উপকরণ আমাদের নিঃশুল্ক শিশু শিক্ষা এবং বয়স্ক সাক্ষরতা কর্মসূচির শিক্ষার্থীদের পাঠ গ্রহণের প্রতি যেমন আগ্রহ বৃদ্ধি করবে, সেই সঙ্গে আমরাও পাঠদান পদ্ধতিকে আনন্দদায়ক ও মনোগ্রাহী করে তুলতে পারবো। এছাড়াও আমাদের অন্যান্য সামাজিক কর্মসূচিগুলিতেও এই ধরনের সময়োপযোগী অভিনব অডিও-ভিজ্যুয়াল উপকরণ ব্যবহার করে আনন্দ প্রদানের মাধ্যমে আমরা আমাদের শিশু ও প্রবীণ শিক্ষার্থীদের কাছে পৌঁছতে সমর্থ হবো এবং সেইসঙ্গে রোটারী ক্লাব ওফ বর্ধমান সাউথের পক্ষ থেকে এই ধরনের অভিনব উদ্যোগ গ্রহণ করার জন্য তাঁদেরকেও আন্তরিক শ্রদ্ধা ও সাধুবাদ জানান তিনি।