Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নিম্ন দামোদর উপত্যকায় প্রাক বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জামালপুরে রাজ্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল


 

নিম্ন দামোদর উপত্যকায় প্রাক বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জামালপুরে রাজ্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল 


Atanu Hazra 
Sangbad Prabhati, 16 July 2025

অতনু হাজরা, জামালপুর : নিম্নচাপ ও বর্ষার বৃষ্টিতে দামোদরের জলস্তর বেড়েছে। তারসাথে যদি ডি ভি সি জল ছাড়ে তাহলে নিম্ন দামোদর উপত্যকার পরিস্থিতি কী হতে পারে সেটা সরেজমিনে দেখতে জামালপুর এলেন প্রিন্সিপাল সেক্রেটারির কনজিউমার এফেয়ার্স আই এ এস শ্রীমতি নীলম মীনা, ডিরেক্টর ল্যান্ড রেকর্ড এন্ড সার্ভে, পশ্চিমবঙ্গ আই এ এস বিভু গোয়েল। সঙ্গে ছিলেন এ ডি এম (এল আর) বিশ্ব রঞ্জন মুখার্জী, সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান, বিডিও পার্থ সারথী দে, এস ডি ও ইরিগ্রেসন নিলাদ্রী দে, জেলা পরিষদ সদস্যা শোভা দে, পঞ্চায়েত প্রধান নূরজাহান বেগম সাহানা সহ অন্যান্যরা। 

প্রথমে জামালপুর ঝুলনতলা দেখে ওনারা যান জোতশ্রীরাম অঞ্চলের সাজামানতলা। সেখানে তাঁরা নদীর তীরবর্তী অঞ্চল ঘুরে দেখেন ও মানুষজনের সাথে কথা বলেন। এ ডি এম এল আর বিশ্বরঞ্জন বাবু বলেন আজ প্রিন্সিপাল সেক্রেটারি এসেছিলেন হঠাৎ করে যদি ডিভিসি জল ছাড়ে তাহলে কী পরিস্থিতি হতেপারে এই নিম্ন দামোদর এলাকায় তা খতিয়ে দেখতে এবং আগাম কী সতর্কমূলক ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে আলোচনা করতে। তিনি বলেন ওনারা দেখে গিয়ে রাজ্যে রিপোর্ট করবেন। প্রসঙ্গত প্রাক বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জামালপুরে দফায় দফায় ডি এম, এ ডি এম , এস ডি ও সদর দক্ষিণ আসছেন। বন্যা পরিস্থিতি তৈরী হলে জেলা এবং ব্লক প্রশাসন তৈরী আছে।