Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পি এম পোষণ নিয়ে ওয়ার্কশপ জামালপুরে


 

পি এম পোষণ নিয়ে ওয়ার্কশপ জামালপুরে


Atanu Hazra 
Sangbad Prabhati, 14 July 2025

অতনু হাজরা, জামালপুর : পি এম পোষণ (মিড ডে মিল) নিয়ে জামালপুর ব্লকের সমস্ত উচ্চ বিদ্যালয়গুলিকে নিয়ে একদিনের একটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়ে গেলো। মূলত পি এম পোষণের হিসাব কিভাবে স্কুল গুলি রাখবে সে বিষয়ে ট্রেনিং দেওয়া হয়। কিভাবে ক্যাশ খাতা সারতে হবে, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার কিভাবে তৈরি করতে হবে, এ্যাক্টিভিটি রেজিস্টার ইত্যাদি কিভাবে বিদ্যালয়গুলো মেন্টেন করবে সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, বিডিও পার্থ সারথী দে, জয়েন্ট বিডিও রুদ্রেন্দু নন্দী, দুই এস আই প্রশান্ত কবিরাজ ও অনিন্দিতা সাহা, মিড ডে মিল ইনচার্জ হিল্লোল দাস সহ অন্যান্যরা। জেলা প্রশাসন চাইছে পি এম পোষণের হিসাব স্কুল গুলি যাতে সহজ পদ্ধতিতে করতে পারে তাই এই কর্মশালা। অনুষ্ঠানের শুরুতে বিডিও পার্থ সারথী দে বলেন, ডি এম ম্যাডাম নির্দেশ দিয়েছেন প্রতিটি ব্লকে কম বয়সে ম্যারেজ ও ড্রপ আউট স্টুডেন্ট এই দুটি বিষয়ে যেন সর্বস্তরে নজরদারি করা হয়। তিনি বলেন বিদ্যালিগুলি যেন নবম থেকে দ্বাদশ শ্রেণির মেয়েদের নিয়ে বিশেষ করে কন্যাশ্রী ক্লাব গুলিকে নিয়ে সচেতন করে। সারা বছর নিরবচ্ছিন্ন ভাবে এই কাজ করতে হবে বলে তিনি জানান। ভূতনাথ বাবু বলেন ছেলে মেয়েরা কেনো স্কুলে আসছেনা তার খবর শিক্ষক শিক্ষিকাদের নিতে হবে। প্রয়োজনে ছোট ছোট ভাবে ভাগ হয়ে মাষ্টারমশাই ও দিদিমনিদের এলাকায় ঘুরতে হবে।