পি এম পোষণ নিয়ে ওয়ার্কশপ জামালপুরে
Sangbad Prabhati, 14 July 2025
অতনু হাজরা, জামালপুর : পি এম পোষণ (মিড ডে মিল) নিয়ে জামালপুর ব্লকের সমস্ত উচ্চ বিদ্যালয়গুলিকে নিয়ে একদিনের একটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়ে গেলো। মূলত পি এম পোষণের হিসাব কিভাবে স্কুল গুলি রাখবে সে বিষয়ে ট্রেনিং দেওয়া হয়। কিভাবে ক্যাশ খাতা সারতে হবে, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার কিভাবে তৈরি করতে হবে, এ্যাক্টিভিটি রেজিস্টার ইত্যাদি কিভাবে বিদ্যালয়গুলো মেন্টেন করবে সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, বিডিও পার্থ সারথী দে, জয়েন্ট বিডিও রুদ্রেন্দু নন্দী, দুই এস আই প্রশান্ত কবিরাজ ও অনিন্দিতা সাহা, মিড ডে মিল ইনচার্জ হিল্লোল দাস সহ অন্যান্যরা। জেলা প্রশাসন চাইছে পি এম পোষণের হিসাব স্কুল গুলি যাতে সহজ পদ্ধতিতে করতে পারে তাই এই কর্মশালা। অনুষ্ঠানের শুরুতে বিডিও পার্থ সারথী দে বলেন, ডি এম ম্যাডাম নির্দেশ দিয়েছেন প্রতিটি ব্লকে কম বয়সে ম্যারেজ ও ড্রপ আউট স্টুডেন্ট এই দুটি বিষয়ে যেন সর্বস্তরে নজরদারি করা হয়। তিনি বলেন বিদ্যালিগুলি যেন নবম থেকে দ্বাদশ শ্রেণির মেয়েদের নিয়ে বিশেষ করে কন্যাশ্রী ক্লাব গুলিকে নিয়ে সচেতন করে। সারা বছর নিরবচ্ছিন্ন ভাবে এই কাজ করতে হবে বলে তিনি জানান। ভূতনাথ বাবু বলেন ছেলে মেয়েরা কেনো স্কুলে আসছেনা তার খবর শিক্ষক শিক্ষিকাদের নিতে হবে। প্রয়োজনে ছোট ছোট ভাবে ভাগ হয়ে মাষ্টারমশাই ও দিদিমনিদের এলাকায় ঘুরতে হবে।