অঙ্কন প্রতিযোগিতা আয়োজনে দি আইডিয়াল এডিফিকেশন
Sangbad Prabhati, 13 July 2025
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : দি আইডিয়াল এডিফিকেশন প্রতিবছরের মতো এবছরও শহর জুড়ে সমস্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার ব্যবস্থা করেছে বর্ধমান রথতলা একাডেমিতে। রথতলা চিলড্রেন্স পার্কের পাশে তাদের নিজস্ব একাডেমিতে প্রায় ২৫০ এর মতন ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হলো অঙ্কন প্রতিযোগিতা। এই একাডেমী সারা বছর ছাত্র-ছাত্রীদের কম্পিউটার, টিউশন , অঙ্কন, নাচ, যোগা, গিটার, গান ইত্যাদি শিক্ষামূলক বিষয়ে শিক্ষাদান করে থাকে। প্রতিটি বিভাগের জন্য রয়েছে পারদর্শী শিক্ষক-শিক্ষিকা। জুলাই মাসে শুরু থেকেই বর্ধমান শহরের সমস্ত স্কুলেরই কমবেশি ছাত্র-ছাত্রী প্রতিযোগিতায় নাম দিতে শুরু করে এবং ১৩ই জুলাই এই অনুষ্ঠান সকাল ন'টা থেকে শুরু হয়ে দুপুর দুটো পর্যন্ত চলে। আগামী ২২ শে জুলাই এই অঙ্কন প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রতিটি বিভাগের ছাত্র-ছাত্রীদের নাম ঘোষণা করা হবে। এবং তার সাথে সাথে যত জন ছাত্র-ছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের সকলের হাতে তুলে দেওয়া হবে সার্টিফিকেট। দি আইডিয়াল এডিফিকেশন একাডেমীর কর্ণধার নির্মল কুমার শীল ও একাডেমির সঞ্চালক সৃজা দাস জানান, এই অঙ্কন প্রতিযোগিতার উদ্দেশ্য প্রতিযোগিতায় থাকা বিষয়গুলির মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মনস্তত্ত্বের দিক থেকে সামাজিক সঠিক কাজের উদ্দেশ্যে পরিচালিত করা। কারণ এমন কিছু বিষয়কে নির্বাচন করা হয়েছে যা থেকে শিক্ষার্থী থাকার সময় থেকেই তারা সমাজের উন্নতিমূলক কাজকর্মের প্রতি মানসিকভাবে আগ্রহ তৈরি করতে পারে। এবং নিজের জীবনকে গড়ে তুলতে পারে। একজন সঠিক মানুষ হিসেবে বর্ণিত হওয়ার পথে এগিয়ে যেতে পারবে। একাডেমির অন্যতম শুভ চিন্তক ও পরিচালন সমিতির তরফ থেকে উৎপল দাস ও দিবাকর শীল জানান অন্যান্য বছরের থেকেও এবছর ছাত্র-ছাত্রীদের উৎসাহ আরও বেশি চোখে পড়েছে। আশা রাখব, এই ভাবেই তারা আরো অনেক দূর এগিয়ে যাক নিজেদের জীবনে এবং একাডেমির উত্তরোত্তর শ্রী বৃদ্ধি ঘটুক। একাডেমির ড্রয়িং বিভাগের কিরণ কুমার দে ও কাকলি ঘোষাল ভট্টাচার্য এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকা তনুজা রায় কর্মকার , সীমা দাস বিশ্বাস, নিকিতা দে, পিংকি রুইদাস, ও বর্ষা দত্ত এবং স্টুডেন্টরা তিনদিন ধরে এই প্রতিযোগিতাটিকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য দায়বদ্ধতা দেখিয়েছেন।
সারা বছর ধরে অন্যান্য শিক্ষামূলক বিভাগেও যেমন যোগা, নাচ ইত্যাদি বিভাগীয় প্রতিযোগিতাও চলে তবে ছাত্র-ছাত্রীদের এবং অভিভাবক অভিভাবকদের ভালোবাসা বিশ্বাস ও আশীর্বাদে একাডেমীর সঞ্চালকদের গভীর বিশ্বাস প্রদর্শিত হয়। আগামীতেও এই একাডেমি ছাত্র-ছাত্রীদের শিক্ষামূলক উন্নতির পাশে এবং চারিত্রিক ও মানসিক উন্নতির পাশে একইভাবে থাকবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত অভিভাবক অভিভাবিকারা।