Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বর্ষায় জামালপুরে রাস্তা নিয়ে বৈঠক জেলা সভাধিপতির



 

বর্ষায় জামালপুরে রাস্তা নিয়ে বৈঠক জেলা সভাধিপতির 


Atanu Hazra 
Sangbad Prabhati, 4 July 2025

অতনু হাজরা, জামালপুর : বর্ষার মরশুম শুরু হয়ে গেছে। সেই প্রেক্ষিতেই জামালপুরের রাস্তা ঘাট নিয়ে আলোচনা করতে জামালপুর এলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার। বিডিও সাহেবের চেম্বারে অনুষ্ঠিত এই আলোচনায় উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, বিডিও পার্থ সারথী দে, জয়েন্ট বিডিও, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন, জেলা পরিষদের দুই সদস্যা কল্পনা সাঁতরা ও শোভা দে, কৃষি কর্মাধ্যক্ষ জয়দেব দাস সহ বিভিন্ন প্রধান ও উপ প্রধানরা। 

সভাধিপতি শ্যামা প্রসন্ন বাবু জানান, বর্ষার মরশুমে জামালপুরের কয়েকটি রাস্তা নিয়ে আলোচনা করা হয়েছে। তাঁকে কালারাঘাট থেকে পোলেমপুর রাস্তার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন রাস্তাটি রাজ্যে অ্যাপ্রুভালের জন্য পাঠানো হয়েছে। অ্যাপ্রুভাল পেলেই রাস্তার কাজ শুরু হবে। তবে এই মুহূর্তে জেলা পরিষদ ৮ লক্ষ, জামালপুর পঞ্চায়েত সমিতি ৫ লক্ষ টাকা এবং জেলা শাসকের ফান্ড থেকে কিছু টাকা নিয়ে গর্ত গুলো ভরাট করে দেওয়া হবে যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়।

 মেহেমুদ খাঁন বলেন জেলা সভাধিপতি এসেছিলেন ব্লকের রাস্তাঘাট নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন কালারাঘাট থেকে পলেমপুর যাবার রাস্তার প্রাথমিক কিছু কাজ শীঘ্রই শুরু হবে।