Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

SBI ভারতীয় স্টেট ব্যাঙ্ক -এর ৭০তম জন্মদিন উপলক্ষ্যে ৭০ হাজার ইউনিট রক্ত সংগ্রহের উদ্যোগ


 

SBI 

ভারতীয় স্টেট ব্যাঙ্ক -এর ৭০তম জন্মদিন উপলক্ষ্যে ৭০ হাজার ইউনিট রক্ত সংগ্রহের উদ্যোগ


Sangbad Prabhati
Bardhaman, 28 June 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ভারতীয় স্টেট ব্যাঙ্ক তার ৭০তম জন্মদিন উপলক্ষ্যে ৭০ হাজার ইউনিট রক্ত সংগ্রহের উদ্যোগ নিয়েছে দেশ জুড়ে।

 তারই অঙ্গ হিসাবে বর্ধমানের আঞ্চলিক দপ্তরে শনিবার একটি রক্তদান শিবির হয়ে গেল। এদিন প্রায় দুই শতাধিক কর্মী ও গ্রাহকরা রক্তদান করেন। 

উপস্থিত ছিলেন ব্যাঙ্কের রিজিওনাল ম্যানেজার অভিষেক দে সহ অন্যান্যরা। রক্ত সংগ্রহ করে একটি বেসরকারী ব্ল্যাড ব্যাঙ্ক। প্রসঙ্গত ১৯৫৫ সালে ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নামকরণ হয়। যা আগে ব্যাঙ্ক অফ ক্যালকাটা নামে ১৮০৬ সাল থেকে বাণিজ্যিক ব্যাঙ্ক হিসাবে পরিষেবা দিয়েছে।