বিশ্বকবি ও বিদ্রোহী কবিকে নিয়ে অনলাইন পত্রিকা প্রকাশ
Sangbad Prabhati, 9 June 2025
অতনু হাজরা, মেমারি : ভারতের অন্যতম দুই শ্রেষ্ঠ কবি ও সাহিত্যিক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি নজরুল ইসলাম কে নিয়ে একটি বিশেষ ডিজিটাল সংখ্যা প্রকাশ করলো পূর্ব বর্ধমানের মেমারির অনলাইন পত্রিকা " ইত্যাদি ই '। যার সম্পাদনা করেছেন বিশিষ্ট শিক্ষক, কবি ও বাচিক শিল্পী সন্দীপ (নীল) রায় ও সহ সম্পাদনা করেছেন বাদল মান্ডি। নীলবাবু জানিয়েছেন প্রতিমাসেই তাঁরা এই অনলাইন পত্রিকার একটি করে সংখ্যা প্রকাশ করেন।
এবারেরটা তাঁরা দুই কবি একজন যিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ও অন্যজন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। বাঙালির এঁদের কাছে ঋণের শেষ নেই। তাই তাঁরা এই মহান দুই মনিষীকে শ্রদ্ধা জানাতে বিশেষ সংখ্যা প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশ, ত্রিপুরা থেকেও অনেক কবি বন্ধু এই পত্রিকায় লেখেন। তিনি এই বিশেষ সংখ্যায় যাঁরা লেখা দিয়েছেন সকলকে ধন্যবাদ জানান।