বিশ্ব খাদ্য সুরক্ষা দিবসে পুলিশের মানবিক কাজ
Sangbad Prabhati, 7 June 2025
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বিশ্ব খাদ্য সুরক্ষা দিবসে পুলিশের মানবিক উদ্যোগ দেখা গেল। ৭ জুন সন্ধ্যায় বর্ধমান পুলিশের পক্ষ থেকে বর্ধমান স্টেশন চত্বরে থাকা অভুক্ত ভবঘুরেদের মধ্যে খাদ্য বিতরণ করা হলো। এদিন ভাত সবজি মাংস মিষ্টি ও মিনারেল ওয়াটার দেওয়া হয় সকলকে। উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জী, বর্ধমান থানার আইসি দিব্যেন্দু দাস, বর্ধমান জি আর পি থানার ওসি চিন্তা হরণ সিনহা সহ অন্যান্য পুলিশ কর্মীরা।
অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জী নিজে হাতে খাদ্য পরিবেশন করলেন। অভুক্ত মানুষজন খাদ্য গ্রহণ করে তৃপ্তি লাভ করে। অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জী বলেন, আজ বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস। যার জন্য বর্ধমান থানার উদ্যোগে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।