Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিশ্ব খাদ্য সুরক্ষা দিবসে পুলিশের মানবিক কাজ



 বিশ্ব খাদ্য সুরক্ষা দিবসে পুলিশের মানবিক কাজ 


Sangbad Prabhati, 7 June 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বিশ্ব খাদ্য সুরক্ষা দিবসে পুলিশের মানবিক উদ্যোগ দেখা গেল। ৭ জুন সন্ধ্যায় বর্ধমান পুলিশের পক্ষ থেকে বর্ধমান স্টেশন চত্বরে থাকা অভুক্ত ভবঘুরেদের মধ্যে খাদ্য বিতরণ করা হলো। এদিন ভাত সবজি মাংস মিষ্টি ও মিনারেল ওয়াটার দেওয়া হয় সকলকে। উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জী, বর্ধমান থানার আইসি দিব্যেন্দু দাস, বর্ধমান জি আর পি থানার ওসি চিন্তা হরণ সিনহা সহ অন্যান্য পুলিশ কর্মীরা। 

অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জী নিজে হাতে খাদ্য পরিবেশন করলেন। অভুক্ত মানুষজন খাদ্য গ্রহণ করে তৃপ্তি লাভ করে। অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জী বলেন, আজ বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস। যার জন্য বর্ধমান থানার উদ্যোগে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।