Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মা-এর জন্য রক্তদান, সাংবাদিক সম্মেলনে বর্ধমান দুর্গাপূজা সমন্বয় সমিতি


 

মা-এর জন্য রক্তদান, সাংবাদিক সম্মেলনে বর্ধমান দুর্গাপূজা সমন্বয় সমিতি


Sangbad Prabhati, 4 June 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : মা-এর জন্য রক্তদান। মহতী এই উদ্যোগ নিয়েছে বর্ধমান দুর্গাপূজা সমন্বয় সমিতি এবং কলকাতার ফোরাম ফর দুর্গোৎসব। আগামী ৮ জুন একযোগে বর্ধমান কল্পতরু ম্যারেজ হলে এবং কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে রক্তদান উৎসব অনুষ্ঠিত হবে। ৪ জুন বর্ধমান গঙ্গা কিশোর ভট্টাচার্য প্রেস কর্ণারে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন বর্ধমান দুর্গাপূজা সমন্বয় সমিতির কার্যকরী সভাপতি প্রণবেশ্বর চন্দ্র। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রবীন্দ্রনাথ হাঁটি, সহ-সভাপতি তথা পরিবেশবিদ সমীর চ্যাটার্জী, সহ-সভাপতি মনীষ সিংহ ও সদস্য তাপস চ্যাটার্জী। 

সাংবাদিক সম্মেলনে প্রণবেশ্বর বাবু জানান, বর্ধমানে এবছর এই রক্তদান কর্মসূচি চতুর্থ  বর্ষে। বর্ধমানের ১২০ টি দুর্গা পুজো কমিটি এই রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করবে। তিনি আরও বলেন, বর্ধমান দুর্গাপূজা সমন্বয় সমিতির সদস্যরা বর্ধমানে সুষ্ঠু ও সুন্দর ভাবে দুর্গাপূজা আয়োজনের পাশাপাশি সারা বছর নানা সামাজিক কর্মসূচি রূপায়ণে এগিয়ে চলে।