Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে বাল্য বিবাহ বিষয়ে সচেতনতা মূলক অনুষ্ঠান


 

বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে বাল্য বিবাহ বিষয়ে সচেতনতা মূলক অনুষ্ঠান 


Atanu Hazra 
Sangbad Prabhati, 12 June 2025

অতনু হাজরা জামালপুর : জামালপুর ব্লক অফিসের উদ্যোগে বৃহস্পতিবার জোতশ্রীরাম হাই স্কুলে বাল্য বিবাহ নিয়ে একটি সচেতনতা মূলক অনুষ্ঠান করা হয়। উপস্থিত ছিলেন বিডিও পার্থ সারথী দে, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, জয়েন্ট বিডিও রুদ্রেন্দু নন্দী, জোতশ্রীরাম অঞ্চল প্রধান আরিফা মন্ডল, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামচাঁদ হেমব্রম সহ অন্যান্যরা। বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীরা অংশ নেয় আজকের এই সচেতনতা মূলক আলোচনা সভায়। মূলত অল্প বয়সে বিবাহ করার কী কী অসুবিধা কী খারাপ ফল হতে পারে সে বিষয়ে আলোচনা করেন। অল্প বয়সে মা হবার কী ক্ষতি হতে পারে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়। 

রাজ্য সরকার মেয়েদের জন্য নানা প্রকল্প চালু করেছেন সেই প্রকল্পের সুবিধা নিয়েই মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে। নির্দিষ্ট বয়সের পর তাদের বিবাহ করতে হবে এবং তার জন্যও সরকার তাদের জন্য রুপশ্রী প্রকল্প আছে। বিডিও পার্থ সারথী দে বলেন ডি এম ম্যাডামের নির্দেশে তিনি ব্লকের প্রতিটি অঞ্চলে স্কুল গুলিতে তিনি বাল্য বিবাহ রোধে সচেতনতা মূলক অনুষ্ঠান করছেন। সহ সভাপতি ভূতনাথ মালিক বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ নিয়েছেন তাঁর কন্যাশ্রীদের জীবন প্রতিষ্ঠিত করার। সে জন্য নানা প্রকল্প চালু করেছেন তিনি। যে কোনো মূল্যে বাল্যবিবাহ রোধ করতে হবে তাঁদের।