হালারায় জাগ্রত দেবী মা বিপত্তারিনীর পুজোয় মানুষের ঢল
Sangbad Prabhati, 28 June 2025
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে হালারা গ্রামে মহা সমারোহে অনুষ্ঠিত হলো বিপত্তারিণী পুজো। জামালপুরের এই হালারাতেই আছে মা বিপত্তারিনী দেবীর মন্দির। সারা বছর মায়ের নিত্য সেবা হয়। শনি ও মঙ্গল বারে হয় বিশেষ পুজো। আষাঢ় মাসে রথযাত্রার পর তৃতীয়া থেকে নবমীর মধ্যে তিথিতে মা বিপত্তারিনী দেবীর বিশেষ পুজো হয়। দু দিন ধরে শনি ও মঙ্গলবার হয় এই পুজো উপলক্ষে মেলা । বর্তমানে মা বিপত্তারিনী দেবীর মালিকানা সত্ত্বাধীন সেবাইত আছেন লক্ষ্ণী নারায়ন চক্রবর্তী ও তাঁর দুই পুত্র বিশ্বজিৎ চক্রবর্তী ও রনজিত চক্রবর্তী। লক্ষ্মী নারায়ণ বাবু আমাদের জানান, হালারায় মা বিপত্তারিণী অত্যন্ত জাগ্রত। দুদিন ধরে এই বিশেষ পুজো উপলক্ষ্যে বসে বিরাট মেলা। দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ আসেন মায়ের পুজো দিতে। আজকেও মেলা প্রাঙ্গণ জমজমাট। মানুষের ভিড়ে থিক থিক করছে। বৃষ্টি উপেক্ষা করেও বিরাট লম্বা লাইন চোখে পড়েছে। জামালপুর থানার পক্ষ থেকে ছিল পর্যাপ্ত পুলিশী ব্যবস্থা। ছিল পুলিশ ক্যাম্প। ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল ক্যাম্পও ছিল। সকালে মন্দিরে পুজো দিতে আসেন বিধায়ক অলক কুমার মাঝি ও বিডিও পার্থ সারথী দে। হালারা গ্রামের মানুষের কাছে এই মেলা একটি বড় উৎসব।