বনবিবিতলা উচ্চ বিদ্যালয়ে সৌর বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের উদ্বোধন
Sangbad Prabhati, 25 June 2025
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের বনবিবিতলা উচ্চ বিদ্যালয়ে সৌর বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের শুভ উদ্বোধন হলো বুধবার। বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নকল্পে পরিবেশ বান্ধব এই প্রকল্পটি সম্পূর্ণভাবে নির্মাণ করে দিয়েছেন পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, পশ্চিমবঙ্গ সরকার। সৌর বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের যুগ্মভাবে শুভ উদ্বোধন করলেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান তথা আন্তর্জাতিক নদী বিশেষজ্ঞ ডঃ কল্যাণ রুদ্র এবং জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খাঁন। এই অন্ গ্রিড সৌর বিদ্যুৎ উৎপাদন প্রকল্পটিতে উৎপাদিত বিদ্যুৎ বিদ্যালয় ব্যবহার করতে পারবে এবং অতিরিক্ত বিদ্যুৎ পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন কোম্পানিতে সরবরাহ করবে। একটি ছোট্ট মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই সৌর বিদ্যুৎ উৎপাদন প্রকল্পটির শুভ উদ্বোধন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান তথা বিশিষ্ট গবেষক ড. কল্যাণ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, পূর্ত কর্মাধক্ষ মেহেমুদ খাঁন, শুধু সুন্দরবন চর্চা" পত্রিকার সম্পাদক তথা বিশিষ্ট শিক্ষাব্রতী জ্যোতিরিন্দ্রনারায়ণ লাহিড়ী, পরিচালন সমিতির সভাপতি সারুখ আহমেদ মল্লিক, বিশিষ্ট শিক্ষক প্রবীর কুমার নায়েক, শিক্ষক ও সাংবাদিক অতনু হাজরা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার রায়, পীযূষ দাস সহ অন্যান্যরা। কল্যাণ বাবু ছাত্র ছাত্রীদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন। বর্ধমান জেলা বিশেষ করে নিম্ন দামোদর অববাহিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সোলার সিস্টেম চালু হলে পরিবেশ দূষণ অনেকটাই কমবে বলে তিনি বলেন।
মেহেমুদ খাঁন বলেন এই প্রত্যন্ত গ্রাম বাংলার স্কুলে সৌরভ বাবুর মত একজন গুণী মানুষ এসেছেন এটা একটা বিরাট পাওয়া। তিনি বলেন আগামীতে পুরো ব্লকের সমস্ত স্কুলের শিক্ষকদের নিয়ে যদি উনি একটি কর্মশালা করেন তাহলে অনেক অজানা বিষয় শেখার সুযোগ হবে। তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার রায়ের বিশেষ প্রশংসা করেন। চারা গাছে জল দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
বনবিবিতলা উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সারুক আহমেদ মল্লিক বলেন যে এই প্রকল্পটি ফলে বিদ্যালয় প্রভূত উপকৃত হবে। প্রধান শিক্ষক শ্যামল কুমার রায় এই যুগোপযোগী, অর্থ সাশ্রয়কারী, পরিবেশ বান্ধব সৌর বিদ্যুৎ উৎপাদন প্রকল্পটি প্রদান করার জন্য পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে ধন্যবাদ জানান। এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য বিদ্যালয়ে রাজ্য বৃক্ষ হিসাবে একটি ছাতিম গাছের চারা রোপন করা হয়। এই উপলক্ষ্যে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান করে।
আজকের এই অনুষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপক মৌসুমী সাঁতরার হাতে মোহরুম নজর আলী স্মৃতি পুরস্কার হিসাবে একটি রৌপ্য পদক ও সংশাপত্র তুলে দেন শেখ হাসমত আলী।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক শিবাজী কার্ফা।