বাল্যবিবাহ রোধে বিদ্যালয়ে সচেতনতা মূলক অনুষ্ঠান
Sangbad Prabhati, 10 June 2025
অতনু হাজরা, জামালপুর : জামালপুর ১ পঞ্চায়েতের উদ্যোগে সেলিমাবাদ হাই স্কুলে বাল্যবিবাহ রোধে একটি সচেতনতা মূলক অনুষ্ঠান করা হয়। উপস্থিত ছিলেন বিডিও পার্থ সারথী দে, সোস্যাল ওয়েলফেয়ার দপ্তরের ও সি নীলিমা সামন্ত, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাহাবুদ্দিন মন্ডল, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাসুদেব বাগ সহ অন্যান্যরা। মূলত নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রীদের নিয়ে এই অনুষ্ঠান করা হয়।
উপস্থিত অতিথিরা ছাত্রীদের সামনে বাল্য বিবাহের কুফল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাদের এটা বোঝান যে রাজ্য সরকার ছাত্রীদের জন্য একাধিক প্রকল্প চালু করেছেন শুধুমাত্র যাতে মেয়েরা পড়াশুনা করে ভবিষ্যতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে। আর এখন তো দেখাই যাচ্ছে কিভাবে পশ্চিমবঙ্গ জুড়ে ছাত্রীরা তাক লাগানো রেজাল্ট করছে। বিডিও সাহেব বলেন ডি এম ম্যাডাম প্রতিটি ব্লককেই এই বিষয় নিয়ে ব্লকের বিভিন্ন অঞ্চলে সচেতনতামূলক অনুষ্ঠান করতে বলেছেন। তাঁরা ব্লকের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন স্কুলে এই সচেতনতা মূলক অনুষ্ঠান করছেন। আজ জামালপুর ১ অঞ্চলের সেলিমাবাদ হাই স্কুলে সচেতনতা মূলক অনুষ্ঠানটি করা হলো। সাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব বাবু বলেন তাঁর পঞ্চায়েতে বিভিন্ন গ্রামে তাঁরা বাল্য বিবাহ ও অল্প বয়সে মা হওয়া নিয়েও তাঁরা প্রচার চালিয়ে যাচ্ছেন।