Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বাল্যবিবাহ এবং কিশোরীদের গর্ভাবস্থা প্রতিরোধে পূর্ব বর্ধমানে বিশেষ কর্মসূচি


 

বাল্যবিবাহ এবং কিশোরীদের গর্ভাবস্থা প্রতিরোধে পূর্ব বর্ধমানে বিশেষ কর্মসূচি 


Sangbad Prabhati, 20 June 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বাল্যবিবাহ এবং কিশোরীদের গর্ভাবস্থা প্রতিরোধে বিশেষ কর্মসূচি নিয়েছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। মানব পুতুল নাটক মঞ্চস্থ করার মাধ্যমে ২০ জুন থেকে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীদের সচেতন করে তোলার কাজ শুরু হয়েছে। 

এদিন কালনা মহিষমর্দিনী বালিকা বিদ্যালয়, বাঘনাপাড়া সি.কে.ডি বালিকা উচ্চ বিদ্যালয়, মেদগাছি উচ্চ বিদ্যালয়, হাটকালনা গজলক্ষী উচ্চ বিদ্যালয় এবং মন্তশ্বরে দেবপুর উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ এবং কিশোরী গর্ভাবস্থা প্রতিরোধ কর্মসূচি মানব পুতুল নাটক মঞ্চস্থ করে বীরভূম সংস্কৃতি বাহিনী।

কালনার মহিষমর্দিনী গার্লস স্কুলে বাল্যবিবাহ এবং কিশোরী গর্ভাবস্থা প্রতিরোধ কর্মসূচি বিষয়ে মানব পুতুল নাটকের মাধ্যমে শুক্রবার এই সচেতনতা কর্মসূচির সূচনা হয়। কালনা মহকুমা শাসকের ব্যবস্থাপনায় বীরভূম সংস্কৃতি বাহিনীর পরিচালনায় পূর্ব বর্ধমান জেলায় এই প্রথম এই কর্মসূচি। জেলা প্রশাসনের উদ্যোগে মূলত অল্প বয়সে বিবাহে তাদের শারীরিক এবং মানসিক ক্ষতি, এবং অল্প বয়সে পেগনেন্সি হলে কি সমস্যা হতে পারে। মানব পুতুল নাটকের মাধ্যমে ছাত্রীদের সামনে তুলে ধরা হয়। 

নাট্যকার ড: উজ্জ্বল মুখোপাধ্যায় জানান ,মূলত তারা এবং দুর্গা নামক দুটি চরিত্রকে উপস্থাপন করে, একজনের অদম্য জেদের জন্য তার পড়াশোনা শেষে তার জীবনে সাফল্য। এবং ওপর আরেকটি মেয়ের অল্প বয়সে বিয়ে ও সন্তান প্রসবের পর তার জীবন কাহিনী তুলে ধরা হয়। আধুনিক সমাজে এই বার্তা ছাত্রীদের মনে অনেকখানি প্রভাব ফেলবে বলে মত বীরভূম সংস্কৃতি বাহিনীর। ছাত্রীরাও এই নাটকের মাধ্যমে অনেকখানি উপকৃত হবে বলে মত প্রকাশ করেন স্কুলের সার্কেল ইন্সপেক্টর রুমা ঘোষ।