Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পরিবেশ সংরক্ষণ ও সুস্থায়ী পরিবেশ ও সুস্বাস্থ্যের বার্তা দিতে বর্ধমানে মিনি-সাইক্লোথন


 

পরিবেশ সংরক্ষণ ও সুস্থায়ী পরিবেশ ও সুস্বাস্থ্যের বার্তা দিতে বর্ধমানে মিনি-সাইক্লোথন 


Sangbad Prabhati, 2 June 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বিশ্ব বাইসাইকেল দিবসের প্রাক্কালে পরিবেশ সংরক্ষণ ও সুস্থায়ী পরিবেশ ও সুস্বাস্থ্যের বার্তা ছড়িয়ে দিতে পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাব ও স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশন-এর উদ্যোগে এবং কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর অধিনস্ত মাই ভারত ও ফিট ইন্ডিয়া সহ বিভিন্ন বেসরকারী সংস্থার সহযোগিতায় বর্ধমানে "পেডাল ফর প্ল্যানেট - সানডেস অন সাইকেল" শীর্ষক ৫ কিমি দূরত্বের মিনি-সাইক্লোথন অনুষ্ঠিত হল। 

এদিন সকালে বর্ধমান শহরের কোর্টকম্পাউন্ড থেকে শুরু হয়ে বড়নীলপুর মোড় ঘুরে সংস্কৃতি লোকমঞ্চের সামনে এই সাইকেল যাত্রা শেষ হয়। আয়োজকদের তরফে সন্দীপন সরকার জানান " সাইকেল সচেতনতা প্রসারে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ২১৯ জন কিশোর, ১৪৭ জন মহিলা সহ সর্বমোট ৬৩৯ জন অংশ নেয় এই সাইকেল যাত্রায়, বিভিন্ন স্কুল কলেজের এন.সি.সি, এন.এস.এস সদস্যরা সহ সমাজের বিভিন্ন স্তরের বহু সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, এদিন সানডেস অন সাইকেল যাত্রার উদ্বোধন করেন জেলা পুলিশের উপ আরক্ষ্যাধক্ষ্য পার্থ রায় ও এভারেস্ট জয়ী সৌমেন সরকার, ছিলেন মাই ভারতের জেলা সমন্বয়কারী আধিকারিক উত্তরা বিশ্বাস, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার জেলা সমন্বয়কারী লালহুন হুলওয়া, বিশিষ্ট চিকিৎসক চন্দ্রজিৎ কুন্ডু সহ বিশিষ্টরা।

 এদিন একইসাথে পূর্ব বর্ধমান জেলার ৯টি ভিন্ন স্থান সহ রাজ্যের মোট ২২টি জায়গায় পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাব ও স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশন-এর উদ্যোগে এহেন উদ্যোগ নেওয়া হয়। যেখানে আনুমানিক ৮০০০ সাইকেল আরোহি অংশ নিয়েছে। আগামী বেশ কয়েক কয়েক সপ্তাহ প্রতি রবিবার এই কর্মসূচি চলবে।