Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

২১ জুলাই ধর্মতলার সমাবেশকে সফল করে তুলতে তৃণমূলের সভা ও দেওয়াল লিখন


 

২১ জুলাই ধর্মতলার সমাবেশকে সফল করে তুলতে তৃণমূলের সভা ও দেওয়াল লিখন


Atanu Hazra 
Sangbad Prabhati, 12 June 2025

অতনু হাজরা, জামালপুর : আগামী ২১ শে জুলাই কে সফল করার উদ্যেশ্যে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস, ব্লক তৃণমূল কার্যালয়ে একটি আলোচনা সভার আয়োজন করে আজ। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মেহেমুদ খাঁন,পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক,সহ-সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, জেলার যুব সহ সভাপতি শাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব, সংখ্যা লঘু সেলের ব্লক সভাপতি ওয়াসিম সরকার, জেলা পরিষদের দুই সদস্যা কল্পনা সাঁতরা ও শোভা দে সহ প্রতিটি পঞ্চায়েতের প্রধান, উপ প্রধান এবং অঞ্চল সভাপতিরা। 

বৃহস্পতিবারের এই আলোচনা সভায় আগামী ২১ শে জুলাই ধর্মতলায় শহীদ স্মরণে যে বিরাট সমাবেশের আয়োজন করা হবে সেই সমাবেশকে সফল করতে কি কি করনীয় তা আজ প্রত্যেক অঞ্চল নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়। ব্লক সভাপতি মেহেমুদ খাঁন বলেন ২১ জুলাই প্রতিটি তৃণমূল কর্মীর একটি আবেগ।

 রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে এই দিন রাজপথকে ভরিয়ে দিতে হবে। ওইদিন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের যে নির্দেশ দেবেন সেই নির্দেশও অক্ষরে অক্ষরে তাদের মেনে চলতে হবে বলে জানান। কোন অঞ্চল থেকে কতজন মানুষ যাবেন কিভাবে যাবেন তার সমস্ত ব্যবস্থাও এদিন বুঝিয়ে দেওয়া হয়। একই সঙ্গে তারা বলেন সরকারি যে সমস্ত কাজ বা প্রকল্প সেগুলোকে সফলভাবে রূপায়ণ করতে প্রত্যেককে সহযোগিতা করতে হবে। 

মিটিং এর পর একুশে জুলাই এর উদ্দেশ্যে একটি দেওয়াল লেখায় অংশ নেন ব্লক সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা। এই আলোচনার পর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ তথা পাঁচরা অঞ্চল সভাপতি জয়দেব দাসের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।