Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষায় কাটোয়ার দেবদত্তা মাঝি দেশে মেয়েদের মধ্যে প্রথম


 

সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষায় কাটোয়ার দেবদত্তা মাঝি দেশে মেয়েদের মধ্যে প্রথম


Sangbad Prabhati, 2 June 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষায় বাংলার বিশাল সাফল্য। দেশে মেয়েদের মধ্যে প্রথম হয়েছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার মেয়ে দেবদত্তা মাঝি। এছাড়া, আইআইটি খড়্গপুর জোনেও টপার হয়েছেন দেবদত্তা। দেবদত্তার সর্বভারতীয় র‌্যাঙ্ক ১৬। ২০২৫ সালের জেইই অ্যাডভান্সড পরীক্ষার দায়িত্বে ছিল আইআইটি কানপুর ছিল।

উল্লেখ্য জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষায় দেশের মধ্যে প্রথম হয়েছেন রাজিত গুপ্তা। তিনি দিল্লি আইআইটি জোন থেকে পরীক্ষায় বসেছিলেন। জানা গিয়েছে, সর্বভারতীয় স্তরে মহিলাদের মধ্যে প্রথম হয়েছেন পশ্চিমবঙ্গের দেবদত্তা মাঝি। ৩৬০-এর মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ৩১২। জয়েন্ট এন্ট্রান্স মেনসেও খুব ভালো ফল করেছিলেন তিনি। ২০২৩ সালে মাধ্যমিকে প্রথম হওয়ার পর রাজ্যের মধ্যে সর্বভারতীয় স্তরে জেইই মেন-পরীক্ষাতেও প্রথম হয়েছিলেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার দেবদত্তা মাঝি। দেশের মধ্যে তাঁর র‌্যাঙ্ক ছিল ২৭৫। কাটোয়ার দুর্গাদাসী চৌধুরী গার্লস হাই স্কুলের ছাত্রী দেবদত্তা রাজ্যে প্রথম হয়েছিল। এবার দেশে মেয়েদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন তিনি। ২০২৩ সালের মাধ্যমিকে ৬৯৭ নম্বর পেয়েছিলেন। ২০২৫ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৯৩ নম্বর পেয়ে রাজ্যের মেধা তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন দেবদত্তা মাঝি। কঠোর পরিশ্রম করলে সাফল্য যে আসবেই সেটা আরও একবার প্রমাণ করে দেখালেন কাটোয়ার দেবদত্তা মাঝি।