Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আমার পাঠশালা প্রাঙ্গণে কবি প্রণামে পুষ্টির দিশা কর্মসূচি ও কৃতি ছাত্র সম্বর্ধনা


 

আমার পাঠশালা প্রাঙ্গণে কবি প্রণামে পুষ্টির দিশা কর্মসূচি ও কৃতি ছাত্র সম্বর্ধনা 


Sangbad Prabhati, 9 May 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিন উপলক্ষে বর্ধমানের নবাবহাট সংলগ্ন তালপুকুরে আমার পাঠশালা প্রাঙ্গণে পালিত হল কবি প্রণাম অনুষ্ঠান, পুষ্টির দিশা কর্মসূচি এবং কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে বিশ্বকবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এছাড়াও দারিদ্র্যকে জয় করে ২০২৫ সালের মাধ্যমিকে ৬৬৮ নম্বর পেয়ে উল্লেখযোগ্য ভাবে সফল হওয়া বর্ধমানের আদর্শ বিদ্যালয়ের ছাত্র রামিজ রাজা-কে সংবর্ধনা প্রদান করা হয়। 

 আমার পাঠশালার ৬০ জন শিশু এবং প্রবীণদের মধ্যে আম, কলা, খেজুর, শসা ও লাড্ডু সহযোগে পুষ্টিকর খাবার বিতরণ করা হয় পুষ্টির দিশা কর্মসূচির মাধ্যমে l আমার পাঠশালার সম্পাদক সন্দীপ পাঠক বলেন, কবিগুরুর জন্মদিনে আমার পাঠশালার পক্ষ থেকে তাঁকে আমরা বিনম্র চিত্তে শ্রদ্ধা জানাই, নত মস্তকে প্রণাম জানাই এবং সেই সঙ্গে দারিদ্র্যকে জয় করে এবছরের মাধ্যমিক পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জনের জন্য রামিজ রাজা- কে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী ও সঞ্চালক শ্যামাপ্রসাদ চৌধুরী এবং বিশিষ্ট কবি শেখ জাহাঙ্গীর।