কলেজের ক্রীড়াক্ষেত্র এবং সুস্থায়ী পরিবহণ মাধ্যমের মানোন্নয়নে মৌ স্বাক্ষর
Sangbad Prabhati, 2 May 2025
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কলেজের ক্রীড়াক্ষেত্র এবং সুস্থায়ী পরিবহণ মাধ্যমের মানোন্নয়নে পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাবের সাথে মঙ্গলকোট গভর্মেন্ট জেনারেল ডিগ্রী কলেজের মৌ স্বাক্ষর হল শুক্রবার।
এদিন কলেজের অধ্যক্ষ ড. প্রদীপ্ত কুমার বসু ও পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাবের সচিব সন্দীপন সরকার মৌ স্বাক্ষরের পর জানান, 'ন্যাক' এর নিয়ম মেনে রাজ্যে প্রথম কোনো সাইক্লিং ক্লাবের সাথে কোনো সরকারী কলেজ চুক্তি স্বাক্ষর করল, যার মেয়াদ থাকবে আগামী তিন বছর। কলেজ ক্যাম্পাস ও সংলগ্ন স্থানে সুস্থায়ী গণ পরিবহণ বিষয়ে আগামীতে যুগ্ম ভাবে কাজ করা হবে।




