Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Jagannath Mandir রাজ্য জুড়ে ভার্চুয়ালি দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা


Jagannath Mandir 


রাজ্য জুড়ে ভার্চুয়ালি দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা 


Atanu Hazra 
Sangbad Prabhati, 29 April 2025

অতনু হাজরা, জামালপুর : দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন অনুষ্ঠান ভার্চুয়ালি রাজ্যের প্রতিটি জেলা পর্যায়ে এবং ব্লকস্তরে দেখানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন। রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি ব্লকে জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচার করার ব্যবস্থা হয়েছে। পূর্ব বর্ধমানে সংস্কৃতি লোক মঞ্চে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন জেলার মন্ত্রী, সভাধিপতি, জেলা প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিরা।

ইতিমধ্যেই মঙ্গলবার হোম যজ্ঞের অনুষ্ঠান জামালপুর ব্লক প্রশাসন জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে সরাসরি দেখানোর ব্যবস্থা করেছিল। জামালপুর ব্লক অফিস প্রাঙ্গণে যে জায়েন্ট স্ক্রিন করা হয়েছে সেখানে বিডিও পার্থ সারথি দে, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক,পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান সহ প্রধান, উপ প্রধানদের সঙ্গে একসঙ্গে বসে সেই অনুষ্ঠান চাক্ষুষ করলেন বিজেপির জামালপুর ১ মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল। তিনি এ বিষয়ে রাজ্য সরকারের এবং মুখ্যমন্ত্রীর বিশেষভাবে প্রশংসা করেন। তিনি বলেন যে আজ পশ্চিমবঙ্গের এক গর্বের দিন। তিনি নিজেও এতে গর্ব অনুভব করছেন। অনেক সাধারণ মানুষ যাদের পুরী গিয়ে জগন্নাথ মন্দির দর্শন করা সম্ভব হবে না তারা কিন্তু এখানে গিয়ে জগন্নাথ দর্শন করতে পারবেন। 

 জামালপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁদের দলনেত্রী যেটা করে দেখালেন সারা বিশ্বে এক আদর্শ হয়ে থাকবে। পশ্চিমবঙ্গবাসী হিসেবে আজ সত্যি গর্বের দিন। সত্যি মুখ্যমন্ত্রী অতুলনীয়া। পশ্চিমবঙ্গের অনেক মানুষের সামর্থ হতো না পুরী যাবার। এবার দীঘাতেই জগন্নাথ দর্শন করতে পারবেন মানুষ। তিনিও জয় জগন্নাথ বলেন।