Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Gibralter Winner Sayani ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী


 

Gibralter Winner Sayani


ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী 


Sangbad Prabhati, 18 April 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : এশিয়ার প্রথম মহিলা সাতারু হিসাবে ‘ষষ্ঠ সিন্ধু’ জিব্রাল্টার প্রণালী জয় করলেন কালনার মেয়ে সায়নী দাস। পূর্ব বর্ধমান তথা ভারতের গৌরব সায়নী নতুন ভাবে ইতিহাসের পাতায় নাম তুললেন।

পূর্ব বর্ধমান জেলার কালনা শহরের বারুইপাড়ার বাসিন্দা সায়নী দাস ২০১৭ সালে ইংলিশ চ্যানেল, ২০১৮ সালে অস্ট্রেলিয়ার রটনেস্ট চ্যানেল, ২০১৯ সালে আমেরিকার ক্যাটালিনা চ্যানেল জয় করেন। এই চ্যানেলগুলি জয়ের পর ২০২২ সালে হাওয়াই দ্বীপপুঞ্জের ৪৪ কিমি দীর্ঘ মলোকাই চ্যানেল জয় করেন। এরপর ২০২৪ সালে নিউজিল্যান্ডের কুক স্ট্রেইট চ্যানেল অতিক্রম করে এশিয়া জুড়ে সাড়া ফেলে দিয়েছিলেন। এরপর চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার এ্যাওয়ার্ড পুরস্কারের সম্মাননা তুলে দেন সায়নীর হাতে। 

শুক্রবার স্পেনের তারিফা থেকে স্থানীয় সময় দুপুর ১টা ৫৮ মিনিটে (ভারতীয় সময় প্রায় সন্ধ্যা সাড়ে পাঁচটা) সাঁতার শুরু করেন তিনি। জিব্রাল্টার প্রণালী পার করতে তাঁর সময় লেগেছে ৩ ঘণ্টা ৫১ মিনিট। জিব্রাল্টার জয় করা ভারতীয় সাঁতারুদের নিরিখে যা রেকর্ড বলে জানান সায়নীর বাবা রাধেশ্যাম দাস। ইউরোপ মহাদেশের স্পেন থেকে আফ্রিকার মরক্কো এই চ্যানেলের দূরত্ব ১৪.২ কিলোমিটার।

উল্লেখ্য জিব্রাল্টার প্রণালী পার হওয়ার জন্য সায়নীর সঙ্গে জলে নেমেছিলেন আমেরিকার দুই সাঁতারু রিয়ান উৎসুমি ও সুজ়ানে হাইম। তাঁরা স্পেনের তারিফায় সায়নীর সঙ্গে সাঁতার প্র্যাকটিসও করেন। সায়নী এশিয়ার প্রথম মহিলা যিনি সপ্তসিন্ধুর ছ'টি চ্যানেল জয় করে ইতিহাস গড়েছেন। এবার সায়নীর বাবা রাধেশ্যাম দাস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এবার সায়নীর লক্ষ্য জাপান ও তাইওয়ানের মাঝে সপ্তসিন্ধু সুগারু চ্যানেল জয় করা।