Drug prices hike
ওষুধের দাম বৃদ্ধি ও ভেজাল কারবারের বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস
Sangbad Prabhati, 4 April 2025
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি ও ভেজাল ওষুধের কারবারের বিরুদ্ধে প্রতিবাদে পথে নামলো তৃণমূল কংগ্রেসের বর্ধমান শহর ৯ নম্বর ওয়ার্ড কমিটি। ৪ এপ্রিল বিকেল সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল এলাকা পরিক্রমা করে। শহর বর্ধমানের বীরহাটা কোঁড়াপাড়া থেকে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। মিছিলের সামনের সারিতে ছিলেন বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা উত্তম সেনগুপ্ত, মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী তথা বর্ধমান পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শিখা সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃত্ব। মিছিলের মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
তৃণমূল কংগ্রেস নেতা উত্তম সেনগুপ্ত বলেন, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচি অনুযায়ী জেলা জুড়ে ৪ ও ৫ এপ্রিল যে আন্দোলন কর্মসূচি গৃহীত হয়েছে সেই কর্মসূচিতেই তৃণমূল কংগ্রেসের ৯ নম্বর ওয়ার্ড কমিটি সামিল হয়েছে। তিনি আরও বলেন জীবন দায়ী ওষুধ সহ বিভিন্ন ওষুধের মূল্য বৃদ্ধির সাধারণ মানুষ দিশেহারা। অথচ বিজেপি সরকারের কোনও হেলদোল নেই। ওষুধের কালোবাজারি এবং ভেজাল ওষুধ নিয়েও তিনি কেন্দ্রের বিরুদ্ধে বিষোদগার করেন।