Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রাম নবমীর শোভাযাত্রায় বিজেপি নেতা রাহুল সিনহা জৌগ্রামে


 

রাম নবমীর শোভাযাত্রায় বিজেপি নেতা রাহুল সিনহা জৌগ্রামে


Atanu Hazra 
Sangbad Prabhati, 6 April 2025

অতনু হাজরা, জামালপুর : রাম নবমী উপলক্ষে রবিবার পূর্ব বর্ধমান জেলার জামালপুরের জৌগ্রাম এলাকায় ধর্মীয় শোভাযাত্রায় অংশ নিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। 'শ্রী শ্রী রাম নবমী'র পবিত্র দিনটি উদ্‌যাপন করতে তিনি যোগ দেন বর্ণাঢ্য শোভাযাত্রায়।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল সিনহা বলেন, 'প্রত্যেক নাগরিকেরই নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। আমরা সনাতনীরা রামচন্দ্রের জন্মতিথি যথাযোগ্য মর্যাদায় পালন করছি। সারা দেশের সঙ্গে জৌগ্রামেও মহা ধুমধামে ধর্মীয় উৎসব উদযাপিত হচ্ছে'। তিনি আরও অভিযোগ করেন, "আমরা চাই সকলেই স্বাধীনভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করুন, কিন্তু পশ্চিমবঙ্গে তা সম্ভব হয় না। রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু চিৎকার করেন 'দাঙ্গা, দাঙ্গা, দাঙ্গা', কিন্তু বলেন না যে 'দাঙ্গা হবে না, হতে দেব না'। বরং তাঁর আচরণেই দাঙ্গাকে আমন্ত্রণ জানানো হচ্ছে"। রাহুল সিনহার মন্তব্য, “প্রত্যেক ধর্মের মানুষের নিজস্ব ধর্ম পালন করার সাংবিধানিক অধিকার আছে, সেটাই আমরা চাই, সেটাই আমাদের দাবি"।

অন্যদিকে জামালপুর ১ মন্ডলের সভাপতি প্রধান চন্দ্র পালের নেতৃত্বে হারালা বিপত্তারিনী তলা থেকে জামালপুর থানা মোড় পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রার পরিক্রমা করে। এই শোভাযাত্রা বিজেপির একাধিক নেতৃত্ব সহ রাজ্য মহিলা মোর্চার কার্যনির্বাহী কমিটির সদস্য সোনালী শেট, জেলার মহিলা মোর্চার সহ-সভাপতি হেনা রানী সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।