Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

যক্ষ্মা রোগীদের পুষ্টিকর খাদ্যদ্রব্য প্রদান

 


যক্ষ্মা রোগীদের পুষ্টিকর খাদ্যদ্রব্য প্রদান 


Sk Samsuddin 
Sangbad Prabhati, 17 April 2025

সেখ সামসুদ্দিন, মেমারি : আমেরিকার লাস ভেগাসে ইউনিভার্সিটি অফ নিভাডা মেডিকেল কলেজের অধ্যাপক ও কার্ডিওলজি বিভাগের ডিরেক্টর প্রবাসী বাঙালি চিকিৎসক মেমারির কৃতী সন্তান ডাঃ বুদ্ধদেব দাঁ-র আর্থিক সহযোগিতায় স্থানীয় প্রতিনিধি সেখ সামসুদ্দিনের ব্যবস্থাপনায় মেমারি হাসপাতালে দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় দফায় ২০ জন যক্ষ্মা রোগীকে পুষ্টিকর খাদ্যদ্রব্য প্রদান করা হয়। 

১৭ এপ্রিল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমওএইচ ডাঃ দেবাশীষ বালা, মেমারি ১ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ আব্দুল হাকিম, মেমারি হাসপাতালের বড়বাবু সৌমিত্র গাঙ্গুলি, যক্ষ্মা বিভাগের দুই কর্মী অভিষেক ব্যানার্জী ও শিল্পা মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য প্রথম পর্বে যক্ষ্মা রোগীদের ২০ জনকে খাদ্যদ্রব্য প্রদানের পর আবার দ্বিতীয় পর্বে আরও ২০ জনের দায়িত্ব নেন এই মহান হৃদরোগ বিশেষজ্ঞ। আজকের কর্মসূচিতে ২০ জন যক্ষ্মা রোগীর হাতে দ্বিতীয় পর্বের দ্বিতীয় মাসের খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়। 

খাদ্যদ্রব্যের মধ্যে আছে ১ কেজি সয়াবিন, ১ লিটার সর্ষের তেল, ৫০০ গ্রাম মসুর ডাল, ৫০০ গ্রাম মুগ ডাল, ২৫০ গ্রাম ছোলা, ২৫০ গ্রাম বাদাম ও ৩০ টি ডিম। এই খাদ্যদ্রব্যের প্যাকেট রোগীদের হাতে তুলে দেন উপস্থিত অতিথিরা। চিকিৎসক সহ তাঁর প্রতিনিধির এই কাজে এগিয়ে আসার জন্য হাসপাতাল সুপার থেকে স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ভূয়সী প্রশংসা করার পাশাপাশি এলাকার সমাজ সচেতন মানুষদেরও যক্ষ্মা রোগীদের পাশে দাঁড়াতে এগিয়ে আসার আহ্বান জানান।