Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

যক্ষ্মা রোগীদের পুষ্টিকর খাদ্যদ্রব্য প্রদান

 


যক্ষ্মা রোগীদের পুষ্টিকর খাদ্যদ্রব্য প্রদান 


Sk Samsuddin 
Sangbad Prabhati, 17 April 2025

সেখ সামসুদ্দিন, মেমারি : আমেরিকার লাস ভেগাসে ইউনিভার্সিটি অফ নিভাডা মেডিকেল কলেজের অধ্যাপক ও কার্ডিওলজি বিভাগের ডিরেক্টর প্রবাসী বাঙালি চিকিৎসক মেমারির কৃতী সন্তান ডাঃ বুদ্ধদেব দাঁ-র আর্থিক সহযোগিতায় স্থানীয় প্রতিনিধি সেখ সামসুদ্দিনের ব্যবস্থাপনায় মেমারি হাসপাতালে দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় দফায় ২০ জন যক্ষ্মা রোগীকে পুষ্টিকর খাদ্যদ্রব্য প্রদান করা হয়। 

১৭ এপ্রিল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমওএইচ ডাঃ দেবাশীষ বালা, মেমারি ১ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ আব্দুল হাকিম, মেমারি হাসপাতালের বড়বাবু সৌমিত্র গাঙ্গুলি, যক্ষ্মা বিভাগের দুই কর্মী অভিষেক ব্যানার্জী ও শিল্পা মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য প্রথম পর্বে যক্ষ্মা রোগীদের ২০ জনকে খাদ্যদ্রব্য প্রদানের পর আবার দ্বিতীয় পর্বে আরও ২০ জনের দায়িত্ব নেন এই মহান হৃদরোগ বিশেষজ্ঞ। আজকের কর্মসূচিতে ২০ জন যক্ষ্মা রোগীর হাতে দ্বিতীয় পর্বের দ্বিতীয় মাসের খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়। 

খাদ্যদ্রব্যের মধ্যে আছে ১ কেজি সয়াবিন, ১ লিটার সর্ষের তেল, ৫০০ গ্রাম মসুর ডাল, ৫০০ গ্রাম মুগ ডাল, ২৫০ গ্রাম ছোলা, ২৫০ গ্রাম বাদাম ও ৩০ টি ডিম। এই খাদ্যদ্রব্যের প্যাকেট রোগীদের হাতে তুলে দেন উপস্থিত অতিথিরা। চিকিৎসক সহ তাঁর প্রতিনিধির এই কাজে এগিয়ে আসার জন্য হাসপাতাল সুপার থেকে স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ভূয়সী প্রশংসা করার পাশাপাশি এলাকার সমাজ সচেতন মানুষদেরও যক্ষ্মা রোগীদের পাশে দাঁড়াতে এগিয়ে আসার আহ্বান জানান।