পি সি চন্দ্র গ্ৰুপের সহায়তায় বনবিবিতলা উচ্চ বিদ্যালয়ে বয়েস্ টয়লেট ব্লকের উদ্বোধন
Sangbad Prabhati, 16 April 2025
অতনু হাজরা, জামালপুর : আজ পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত বনবিবিতলা উচ্চ বিদ্যালয়ে একটি বয়েস্ টয়লেট ব্লকের উদ্বোধন করা হয়। এই টয়লেট ব্লকটি নির্মাণে আর্থিক ভাবে সহায়তা করেছে পিসি চন্দ্র গ্রুপ। তাঁদের সি এস আর ফান্ডের অর্থানুকুল্যে এই কাজটি হলো। আজ এই টয়লেট ব্লকের উদ্বোধন করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের বর্ধমান আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি সেক্রেটারি রাজীব বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন জামালপুর উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান এবং বেড়ুগ্রাম এ জি সি বি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দেবাশীষ মালিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এর ডি ঈ ও পূর্ণেন্দু চক্রবর্তী এবং বিশিষ্ট শিক্ষানুরাগী অতনু হাজরা এবং পীযূষ কুমার দাস।
বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং পরিচালক সমিতির সভ্যবৃন্দ ও শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে এই বয়েস্ টয়লেট ব্লকের উদ্বোধন করা হলো। এই মনোজ্ঞ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন বিদ্যালয়ের ছাত্রী, প্রীতি দাস, রিয়া মুদি, রিয়া রুইদাস, স্নেহা রুইদাস প্রমুখ। বিদ্যালয়ের শিশু সংসদ এর প্রধানমন্ত্রী তথা দশম শ্রেণির ছাত্রী, সালেয়া খাতুন অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে অভ্যাগতদের স্বাগত জানান। সমগ্ৰ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিবাজি কার্ফা এবং মৌমিতা নস্কর। রাজীব বাবু জানান প্রত্যন্ত গ্রামের এই স্কুলগুলিতে পিসি চন্দ্র গ্রুপের সাহায্য প্রদানের মাধ্যমে এই টয়লেট ব্লক ছাত্রদের যথেষ্ট কাজে লাগবে। স্বাস্থ্য বিধি পালন করা সম্ভব হবে বলে তিনি মনে করেন। তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার রায়ের আন্তরিকতার প্রশংসা করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার রায় জানান, যে পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের এই প্রত্যন্ত গ্রামাঞ্চলে পি সি চন্দ্র গ্রুপের আর্থিক সহায়তায় এই বয়েস্ টয়লেট ব্লক তৈরি হওয়াতে তাঁরা কৃতজ্ঞ। এতে ছাত্রদের মধ্যে উন্নত শৌচাগার ব্যবহারের অভ্যাস গড়ে উঠবে। প্রধান শিক্ষক, শ্যামল কুমার রায় পি সি চন্দ্র গ্রুপকে এই সহায়তা প্রদানের জন্য ধন্যবাদ জানান।