Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জল পরিবহনে ভাড়া দ্বিগুণ করায় পূর্ব বর্ধমানের মনমোহনপুরে যাত্রী বিক্ষোভে ফেরি চলাচল বন্ধ


 

জল পরিবহনে ভাড়া দ্বিগুণ করায় পূর্ব বর্ধমানের মনমোহনপুরে যাত্রী বিক্ষোভে ফেরি চলাচল বন্ধ 


 Saiyad Abu Jafar 
Sangbad Prabhati, 1 April 2025

সৈয়দ আবু জাফর, নাদনঘাট : পারের কড়ি নিয়ে রণক্ষেত্র পরিস্থিতি পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার মনমোহনপুর ফেরিঘাটে। যাত্রীদের কোনোরকম কিছু না জানিয়ে হঠাৎ করেই ঘাট মালিকদের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির তালিকা টাঙ্গানো হয়েছে।  

আজ সকালে যাত্রীরা সেই তালিকা দেখে হতবাক! শতাংশ হিসেবে দুই পাঁচ দশ শতাংশ বাড়লেও তেমন কিছু বলার থাকতো না। কিন্তু সরাসরি ৫০ শতাংশ বৃদ্ধি নিয়ে যাত্রীরা বিক্ষোভ দেখায়। সাইকেল পারাপার হয়েছে ৬ টাকা, ৫ টাকা মানুষের ভাড়া হয়েছে ১০ টাকা, ১৫ টাকার গাড়ি চারচাকা গাড়ি হয়েছে ৩০ টাকা অর্থাৎ সম্পূর্ণ দ্বিগুণ। 

বর্তমানে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী হোক কিংবা ব্যবহার্য সাধারণ জিনিস পত্র এমন কি বিদ্যুৎ বিল থেকে শুরু করে জীবন দায়ী ওষুধ সবেতেই ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। আর তার মধ্যে গুরুত্বপূর্ণ জলপথ পরিবহনে হঠাৎ করে অস্বাভাবিক ভাড়া বৃদ্ধির ফলে তারা হতাশ। আজ সকালে নিত্যযাত্রী এবং জলপথ পেরিয়ে দৈনন্দিন কাজকর্ম করতে যাওয়া ছোটখাটো ব্যবসায়ী রোগীর পরিবার স্কুল কলেজে পড়া ছেলেমেয়েদের অভিভাবকরা মালিক পক্ষের সাথে কথা বলতে চান কিন্তু তিনি কোনোভাবেই বিষয়টি আমল দিতে চাননি এমনকি সাধারণ মানুষের সঙ্গে কথা বলতেও নারাজ। এ ঘটনায় মানুষের ধৈর্যচ্যুতি ঘটে, তারা ঘাটের সাইনবোর্ড বা ভাড়া বৃদ্ধির চার্ট ভাঙচুর কিংবা ছিঁড়ে ফেলে। 

খবর পেয়ে নাদনঘাট থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে প্রাথমিক চেষ্টায় বিফল হলে তাদের বিরুদ্ধে লাঠি চালানোর অভিযোগও ওঠে। বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে তবে সাধারণ নিত্যযাত্রীকে পুলিশের পরামর্শ তারা এই বিষয়টি নিয়ে বিভিন্ন সরকারি আধিকারিক জল পরিবহন দপ্তর এবং জনপ্রতিনিধিদের কাছে লিখিতভাবে জমা দেওয়ার পরামর্শ দেন। আপাতত সকাল ৯ টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ ভাবে বন্ধ রয়েছে।