Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সাতঘড়ি দিশারী সংঘের উদ্যোগে ঈদ উপলক্ষে বস্ত্রদান


 

সাতঘড়ি দিশারী সংঘের উদ্যোগে ঈদ উপলক্ষে বস্ত্রদান


Atanu Hazra 
Sangbad Prabhati, 29 March 2025

অতনু হাজরা, জামালপুর : জামালপুরের জারোগ্রাম অঞ্চলের সাতঘড়ি গ্রামে সাতঘড়ি দিশারী সংঘের উদ্যোগে ঈদ উপলক্ষ্যে বস্ত্র দান শিবিরের আয়োজন করা হয়। প্রায় ১০০ জন পুরুষ ও মহিলার হাতে নতুন লুঙ্গি ও শাড়ি তুলে দেওয়া হয়।

 এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন, জেলা পরিষদের সদস্য শোভা দে, প্রধান নূরজাহান বিবি, উপ প্রধান বীরেন্দ্রনাথ শী, তৃণমূলের অঞ্চল সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী শেখ আলাউদ্দিন, সুভাষ কোলে, সরোজ মান্না, ক্লাব সম্পাদক শেখ মিজানুর রহমান,শেখ মনতাজ আলী সহ অন্যান্যরা। মেহেমুদ খান বলেন ঈদ উপলক্ষ্যে এই দিশারী সংঘের উদ্যোগে বস্রদান কর্মসূচী সত্যি প্রশংসার যোগ্য। 

এই আনন্দের উৎসবে অসহায় মানুষের হাতে এই বস্ত্র তুলে দেওয়া সত্যি মহান কাজ। তাঁকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য তিনি তাঁদের ধন্যবাদ জানান। রাজ্যের মুখ্যমন্ত্রী এই কারণেই ক্লাব গুলোকে অনুদান দেন যাতে মানুষের পাশে ক্লাব গুলি দাঁড়াতে পারে বা বিভিন্ন জনকল্যাণমুখী কাজ করতে পারে। তিনি উপস্থিত সকলকে ঈদের আগাম শুভেচ্ছা জানান।