Scrooling

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

বিবেক চ্যালেঞ্জ কাপ নকআউট ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী চন্দননগর বয়েজ স্পোটিং ক্লাব


 

বিবেক চ্যালেঞ্জ কাপ নকআউট ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী চন্দননগর বয়েজ স্পোটিং ক্লাব 


Sk Samsuddin 
Sangbad Prabhati, 2 March 2025

সেখ সামসুদ্দিন, মেমারি : পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভা আয়োজিত বিবেক চ্যালেঞ্জ কাপ ২০২৪-২৫ নকআউট ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা হয় মেমারি স্টেডিয়ামে। প্রতিযোগিতায় ১৬টি দল অংশগ্রহণ করে। ২ মার্চ আয়োজিত ফাইনাল খেলায় বৈদ্যবাটী বি এস পার্ক ও চন্দননগর বয়েজ স্পোটিং ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করে। ৩৫ মিনিট করে খেলায় প্রথম অর্ধে কোনো দল গোল দিতে না পারলেও দ্বিতীয় অর্ধের শেষের দিকে চন্দননগর বয়েজ স্পোটিং ক্লাব অল্প সময়ের ব্যবধানে দু'টি গোল করে এবং ২-০ গোলে বৈদ্যবাটী বিএস পার্ক টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় চন্দননগর বয়েজ স্পোটিং ক্লাব। 

বিজয়ী দলের অমিত টুডু ও তুহিন সিকদার একটি করে গোল করে। মাঠে উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, কাউন্সিলর সেখ ইউসুফ, ডাঃ চিরঞ্জীব ঘোষ, বাপি ব্যানার্জী ও কাউন্সিলর রত্না দাস সহ পুরানো দিনের বয়স্ক খেলোয়াড়রা। এদিন গ্যালারিও ছিল দর্শকে পরিপূর্ণ। চ্যাম্পিয়ন টিমের হাতে সুদৃশ্য ট্রফি, পঞ্চাশ হাজার টাকা সহ ব্যক্তিগত পুরস্কার এবং রানার্স টিমের হাতে ট্রফি, চল্লিশ হাজার টাকা সহ ব্যক্তিগত পুরস্কার তুলে দেন চেয়ারম্যান সহ বিশিষ্ট ব্যক্তিরা।