Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রাজ্য প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতায় লং জাম্পে রাজ্যের মধ্যে প্রথম রীমা



 

রাজ্য প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতায় লং জাম্পে রাজ্যের মধ্যে প্রথম রীমা


Atanu Hazra 
Sangbad Prabhati, 2 March 2025

অতনু হাজরা, জামালপুর : রাজ্য প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতায় লং জাম্পে রাজ্যের মধ্যে প্রথম হয়ে জামালপুরে ফিরলো বাণী নিকেতন রঙ্কিনী মহুলা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী রীমা ভূমিজ। সদ্য পশ্চিম মেদিনীপুরের শালবনীতে হয়ে গেলো রাজ্য প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা। সেখানে ক বিভাগে লংজাম্পে অংশ নেয় সে। আর সেখানেই সে রাজ্যে প্রথম হয়ে তাক লাগিয়ে দেয়। 

তাকে নিয়ে গর্বের শেষ নেই জামালপুরের। রবিবার জামালপুর ফিরতেই তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান তাঁর অফিসে পুষ্পস্তবক ও সুন্দর একটি ট্রফি দিয়ে সম্বর্ধনা জানায়। তার সঙ্গে ছিল রাজ্য পর্যায়ে অংশ নেওয়া আর এক প্রতিযোগী শিয়ালি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী অর্পিতা রায়। যদিও সে কোনো স্থান পায়নি ২০০ মিটার দৌড়ে। তাকেও সম্বর্ধনা জানানো হয়। 

সঙ্গে তাদের অভিভাবকরা ছাড়াও ছিলেন শিক্ষক নেতা শেখ আব্দুর রহমান। মেহমুদ খাঁন বলেন এটা অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয় যে আমাদের ব্লকের মেয়ে রাজ্য সেরা হয়েছে। তিনি ছোট্ট মেয়েটিকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন ও আরো অনেক দূর এগিয়ে যাবে। যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে তিনি পাশে থাকবেন।