Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রমজান মাস শেষে পূর্ব বর্ধমান জেলা জুড়ে সাড়ম্বরে পালিত খুশির ঈদ


 

রমজান মাস শেষে পূর্ব বর্ধমান জেলা জুড়ে সাড়ম্বরে পালিত খুশির ঈদ 


Atanu Hazra 
Sangbad Prabhati, 31 March 2025

অতনু হাজরা, পূর্ব বর্ধমান : এক মাস রোজা রাখার পর আজ সারা দেশের সাথে পূর্ব বর্ধমানের শহর থেকে গ্রামে সাড়ম্বরে পালন করা হচ্ছে খুশির ঈদ। আজ সকালে বর্ধমান কেন্দ্রীয় ঈদ কমিটির উদ্যোগে টাউন হল ময়দানে তেঁতুলতলা বাজার ওয়াকফ স্টেটের পরিচালনায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প:ব: রাজ্য জমিয়তে উলেমায়ে হিন্দ এর সাধারণ সম্পাদক কাজী সামসুদ্দিন আহম্মদ সহ অন্যান্যরা। 

আজ জামালপুরেও সাড়ম্বরে পালন করা হচ্ছে খুশির ঈদ। আজকের এই খুশীর দিনে বত্রিশবিঘা ঈদগাহে চলে নামাজ পড়া। সকাল ৭ টার মধ্যে গ্রামের সকল মানুষ পৌঁছে যান ঈদগাহে নামাজ পড়ার জন্য। গ্রামের সকলের সাথে পুত্রকে সঙ্গে নিয়ে এই ঈদের নামাজ পড়েন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান। ঈদের নামাজ পড়িয়ে ইমাম সাহেব কিছু ধর্মীয় উপদেশ দেন। 

তারপর সকলে একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন। মুসলিম সম্প্রদায়ের যে দুটি আনন্দের বা খুশির উৎসব আছে তার মধ্যে একটি হলো এই ঈদ - উল - ফেতর। মেহেমুদ খান আজকের এই খুশীর দিনে সকল জামালপুর বাসীকে শুভেচ্ছা জানান।

   অপরদিকে জৌগ্রামের টেঙ্গাবেড়িয়া গ্রামের ঈদগাহে সকালে পৌঁছান জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপাসিন্ধু ঘোষ। 

তাঁর সাথে ছিলেন সি আই বিশ্বজিৎ মন্ডল। তাঁরা সেখানে গিয়ে কিছু উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তাঁদেরকেও সম্মানের সঙ্গে বরণ করে নিয়ে শুভেচ্ছা জানানো হয়। ছিলেন ইমাম সাহেব ও পঞ্চায়েতের উপ প্রধান শাজাহান মণ্ডল সহ অন্যান্যরা।

আজ পূর্বস্থলী ১ নং ব্লকের হেমাতপুর মুসলিমপাড়াতে ঈদের নামাজ হয়। এদিন সকালে এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন হেমাতপুর মুসলিমপাড়াতে উপস্থিত হয়ে সকলকে ঈদের শুভেচ্ছা জানান। 

অনেকের সঙ্গে কোলাকুলিও করেন। তিনি বলেন, খুশির দিন, বিভেদ ভুলে মিলেমিশে থাকার দিন। তিনি একে অপরকে সাহায্য করার কথা বলেন। ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি না করতে বলেন। দুস্থদের সাহায্য করার কথা বলেন।

আজ সকালেই নাদনঘাট থানার নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত ধোবা গোয়ালপাড়া জামে মসজিদের ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষজন। 

দেড়শ বছরের প্রাচীন এই মসজিদের নামাজে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষজন। ইমাম সকলের জন্য দোয়া প্রার্থনা করেন। নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সকলে।