Scrooling

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

উচ্চ মাধ্যমিক পূর্ব বর্ধমানে পরীক্ষার্থী ১৮ হাজার ৩৪০ জন, প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নেই


 

উচ্চ মাধ্যমিক পূর্ব বর্ধমানে পরীক্ষার্থী ১৮ হাজার ৩৪০ জন, প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নেই


Atanu Hazra 
Sangbad Prabhati, 3 March 2025

অতনু হাজরা, জামালপুর : শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পূর্ব বর্ধমান জেলায় এ বছর মোট ৯৩ টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। জেলায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা ১৮ হাজার ৩৪০ জন। এর মধ্যে ১০ হাজার ২৬৪ জন ছাত্রী ও ৮ হাজার ৭৬ জন ছাত্র পরীক্ষায় বসেছে। ৩ মার্চ ছিল প্রথম ভাষার পরীক্ষা। জেলা প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। 

জেলার বিভিন্ন ব্লকের পাশাপাশি জামালপুরে প্রথম দিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নেই হয়েছে। এবছর জামালপুর ব্লকে মোট ৫ টি সেন্টারে পরীক্ষা নেওয়া হচ্ছে। তারমধ্যে মেন সেন্টার ২ টি ও সাব সেন্টার ৩ টি। ব্লকে এবছর অর্থাৎ ২০২৫ এ মোট পরীক্ষার্থী ৮৩৪ জন। তারমধ্যে ছাত্র ৩২৭ জন ও ছাত্রী ৫০৭ জন। পরীক্ষার প্রথম দিন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিকের নেতৃত্বে ছাত্র ছাত্রীদের উৎসাহিত করার কর্মসূচি নেওয়া হয়। ছাত্র ছাত্রীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি ও তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খাঁন। জামালপুর হাই স্কুলে গিয়ে তাঁরা পেন ও জলের বোতল তুলে দেন পরীক্ষার্থীদের হাতে এবং প্রত্যেককে ভালোভাবে পরীক্ষা দেওয়ার শুভেচ্ছা জানান। পরবর্তীতে পাঁচড়া অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যে শুভেচ্ছা জানানো হয় তাঁরা সেখানে যান। সেখানে উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি জয়দেব দাস, প্রধান বিকাশ পাকড়ে, জেলা পরিষদের সদস্য কল্পনা সাঁতরা, সায়ন ঘোষ সহ অন্যান্যরা। সেখানে ছাত্র ছাত্রীদের হাতে তাঁরা একটি জলের বোতল, পেন ও ফাইল তুলে দেন। বিধায়ক বলেন, ছাত্র পরিষদের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়। তিনি সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ভালো পরীক্ষা দেবার জন্য শুভেচ্ছা জানান। মেহেমুদ খান বলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রতিবছরই ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা জানানো হয়। মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই এই কাজ তাঁরা করে আসছেন। তিনি সকলকে ভালো পরীক্ষা দেওয়ার শুভেচ্ছা জানান।

   অপরদিকে ব্লকের বিডিও পার্থ সারথী দে ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক বিভিন্ন পরীক্ষা কেন্দ্র গুলি বাইরে থেকে ঘুরে দেখেন কোথাও কোনো অসুবিধা আছে কিনা তার খোঁজ খবর নেন।

       জামালপুর থানার পক্ষ থেকেও আজ জামালপুর হাই স্কুলে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়। ছিলেন সি আই বিশ্বজিৎ মন্ডল ও জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপাসিন্ধু ঘোষ। তাঁরা পরীক্ষার্থীদের হাতে জলের বোতল ও পেন তুলে দেন।