Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ত্রিস্তর পঞ্চায়েতের সব কাজ হবে অনলাইনে, রাজস্ব ফাঁকি ও কাজকর্মে স্বচ্ছতা আনতে ১ এপ্রিল থেকে নতুন নিয়ম


 

ত্রিস্তর পঞ্চায়েতের সব কাজ হবে অনলাইনে, রাজস্ব ফাঁকি ও কাজকর্মে স্বচ্ছতা আনতে ১ এপ্রিল থেকে নতুন নিয়ম 


Jagannath Bhoumick 
Sangbad Prabhati, 28 March 2025

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : ত্রিস্তর পঞ্চায়েতের অফিসিয়াল সব কাজ হবে অনলাইনে। আগামী ১ এপ্রিল থেকে রাজ্য সরকার অফলাইনে ত্রিস্তর পঞ্চায়েতের কাজ বন্ধ করতে চলেছে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, এই ত্রিস্তরে রাজস্ব ফাঁকি রুখতে এবং কাজকর্মে স্বচ্ছতা বজায় রাখতে এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এবার থেকে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় যাবতীয় তথ্য 'সহজ সরল' পোর্টালে আপলোড করতে হবে। আর্থিক অনিয়ম ঠেকাতেও এই উদ্যোগ বলে জানা যাচ্ছে। এমনকি গ্রামস্তরের গ্রামসভায় গৃহীত সিদ্ধান্তও এই সহজ সরল পোর্টালে আপলোড করতে হবে। 

এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলাতে হয়ে গেল প্রশিক্ষণ শিবির। জেলার ই টি সি তে চলা এই প্রশিক্ষণ শিবিরে তিনটি স্তরের হিসাবরক্ষক, ফিনান্সিয়াল কর্মীরা অংশগ্রহণ করেন। জেলা ও রাজ্যের পঞ্চায়েত দপ্তরের সফটওয়ার বিশেষজ্ঞরা এই প্রশিক্ষণ শিবিরে তাদের হাতেকলমে শিখিয়ে দেন। 

 গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে আওতায় যে সব সম্পত্তি, হাট, বাজার, দোকান রয়েছে আগে সেগুলি অফলাইনে খাজনা, ট্রেড লাইসেন্স নেওয়া হতো। এখন থেকে এই সব আয় অনলাইনে করতে হবে। রাজ্য সরকার সবটা নজরদারি করতে পারবে। কোথাও ফাঁকি দেবার জায়গা আর রইল না। 

এর আগে গ্রাম পঞ্চায়েতে মনিটরিং সিস্টেম এবং পঞ্চায়েত সমিতি ফার্ম মনিটরিং সিস্টেম নামে দুটি পৃথক পোর্টাল ছিলো। এখন এই দুটিকে মার্জ করে 'সহজ সরল' পোর্টাল করা হয়েছে। 

প্রশিক্ষণরত কর্মীরা এই পোর্টাল হওয়াতে খুশি। তারা অনেকেই জানান, এটা শিখতে একটু সময় লাগবে। তবে এতে কাজ করে অনেক সুবিধা হবে। স্বচ্ছতা বজায় থাকবে। সরকারের আয়ও বাড়বে।