Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

প্লাস্টিক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে রাস্তায় হাঁটলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী


 

প্লাস্টিক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে রাস্তায় হাঁটলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী 


Atanu Hazra 
Sangbad Prabhati 26 March 2025

অতনু হাজরা, রায়না : প্লাস্টিক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিশেষ র‍্যালিতে হাঁটলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার সহ পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, জেলা শাসক আয়েশা রাণী এ এবং এলাকার জনপ্রতিনিধিরা। ২৬ মার্চ রায়না ২ ব্লকের গোতান গ্রাম পঞ্চায়েতের একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেন মন্ত্রী প্রদীপ মজুমদার। 

পূর্ব বর্ধমান জেলার রায়না ২ ব্লকের একাধিক এলাকার উন্নয়নমূলক কাজের পাশাপাশি প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে এবং প্রতিটি এলাকার মানুষদের সঙ্গে যোগাযোগ স্থাপনের মাধ্যমে ভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এই কর্মসূচিকে ঘিরে রায়নার গোতান এলাকায় থাকা মহাবিদ্যালয় সহ বিভিন্ন এলাকায় গিয়ে নানা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের অংশগ্রহণ করেন। সর্বোপরি খেলার মাঠে গিয়ে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মন্ত্রী প্রদীপ মজুমদার সহ প্রশাসনিক আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এলাকা পরিচ্ছন্ন রাখতে প্রতিটি গ্রামের মানুষজন যাতে প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে পারে তার জন্যই নির্দেশ দেওয়া হয়। 

জেলাশাসক আয়েশা রাণী এ এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ ঘোষণা করেন কিছুদিনের মধ্যেই পূর্ব বর্ধমান জেলা প্লাস্টিক মুক্ত পরিবেশ তৈরি হবে। বিভিন্ন এলাকায় থাকা বর্জ্য নিষ্কাশন পদ্ধতির মাধ্যমে পচনশীল এবং প্লাস্টিক জাতীয় জিনিসপত্র গুলি সংগ্রহ করে একটি নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে এইসব জিনিস থেকে যাতে ক্ষতি না হয় তার জন্য বর্জ্য নিষ্কাশন সিস্টেম তৈরি করা হয়েছে বিভিন্ন পঞ্চায়েত এলাকায়। এছাড়াও জল অপচয় বন্ধসহ বিভিন্ন প্রকল্পের অধীনে থাকা সাধারণ মানুষজনকে বিভিন্নভাবে সচেতনতার বার্তা তুলে ধরা হয়।