Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন পূর্ব বর্ধমান জেলা শাখার নতুন কমিটি গঠিত


 

ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন পূর্ব বর্ধমান জেলা শাখার নতুন কমিটি গঠিত 



Sangbad Prabhati, 23  March 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন পূর্ব বর্ধমান জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো আজ। শহর বর্ধমানে শাঁখারী পুকুর হাউসিং ক্যাম্পাসে নিতু স্মৃতি সংঘের কমিউনিটি হলে আয়োজিত অনুষ্ঠান ছিল বেশ প্রাণবন্ত। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইজেইউ'র ন্যাশনাল কমিটির সেক্রেটারি জেনারেল এস সাবানায়কন, ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন এর রাজ্য কমিটির সাধারণ সম্পাদক দেবাশীষ দাস, বর্ষিয়ান সাংবাদিক তথা সংগঠনের কোষাধ্যক্ষ শেখর সেনগুপ্ত, আইজেইউ'র ন্যাশনাল কমিটির সদস্য তারকনাথ রায় এবং ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন এর রাজ্য কমিটির সহ সম্পাদক জগন্নাথ ভৌমিক, সদস্য আমিনুর রহমান। 

এবারের বার্ষিক সাধারণ সভায় নতুন চিঠি পত্রিকার সম্পাদক তথা বিশিষ্ট শিক্ষাবিদ জ্যোতির্ময় ভট্টাচার্য কে ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয়। 

ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি স্বপন মুখার্জীর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভার মূল পর্ব শ্যামা প্রসাদ চৌধুরীর সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয়। এরপর সাধারণ সম্পাদক অরূপ লাহা সকলকে স্বাগত জানিয়ে সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন। আয় ব্যয়ের হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ সেখ সামসুদ্দিন।

অনুষ্ঠানে সাংগঠনিক বিষয়ে কেন্দ্র ও রাজ্য নেতৃত্ব মূল্যবান বক্তব্য রাখেন। সংগঠনকে আরও ঐক্যবদ্ধ করতে একে অন্যের পরিপূরক হয়ে এগিয়ে আসার কথা বলেন। 

এদিনের বার্ষিক সাধারণ সভা থেকে আগামী ২০২৫ - ২৬ বর্ষের জন্য ১৯ জনের একটি কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে পুনঃনির্বাচিত হয়েছেন যথাক্রমে স্বপন মুখার্জী, অরূপ লাহা ও সেখ সামসুদ্দিন। এছাড়া সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অতনু হাজরা ও বিজন ঘোষ। সম্পাদক সন্তোষ দাস, সহ সম্পাদক সুপ্রকাশ চৌধুরী ও সোমনাথ ভট্টাচার্য। অফিস সম্পাদক অভিজিৎ সাহা। কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন মিথিলেশ রায়, মনোতোষ পোদ্দার, পার্থ চৌধুরী, অনির্বাণ হাজরা, সুজিত দত্ত, প্রসূন সামন্ত, প্রসেনজিৎ দত্ত, উত্তম দাস, শীর্ষেন্দু সাধু ও প্রদীপ কুমার মন্ডল।