Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

প্রকৃতি পাঠে রমনাবাগান জুলজিকাল পার্কে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা


 

প্রকৃতি পাঠে রমনাবাগান জুলজিকাল পার্কে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা 


Sangbad Prabhati, 22 March 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমানের রমনাবাগান জুলজিকাল পার্কে ছাত্রছাত্রীরা প্রকৃতিপাঠে সানন্দ অংশগ্রহণ করে। পূর্ব বর্ধমান জেলার বনদপ্তরের বিভাগীয় আধিকারিক সঞ্চিতা শর্মার সৌজন্যে কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিনামূল্যে এই সুযোগ পায়। আজকের প্রকৃতিপাঠে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অনুপ কুমার দত্ত জানান, সম্প্রতি রমনাবাগানে কিছু নতুন পশুপাখি আনা হয়েছে, যা তাদের কাছে বাড়তি আকর্ষণ ছিল। চিতা বাঘ, কুমির, পাখি, কচ্ছপ ইত্যাদি ছোটদের কাছে বরাবরের প্রিয়।
বিজ্ঞান শিক্ষক সৌমেন লাহা বলেন, পশুপাখি বাদে এখানকার উদ্ভিদজগতও রীতিমতো দেখার ও শেখার বিষয়। বসন্তে ফুলের সমাহার সকলের মন কেড়েছে।
দশম শ্রেণির ছাত্রী রুকসানা খাতুন জানায়, আজকের ভ্রমণ আমাদের খুব ভাল লেগেছে। রোজকার বিদ্যালয়ের রুটিন থেকে অন্যরকম আনন্দ পেলাম।

প্রধানশিক্ষক তথা জীববিদ্যার গবেষক ড. সুভাষচন্দ্র দত্ত জানান, শুধু বইয়ের শিক্ষা অসম্পূর্ণ। চারদিকের প্রকৃতির মধ্যে পড়াকে বুঝে নিতে পারলে সেটা ছাত্রমানসে স্থায়ী হয়। প্রসঙ্গত, দীননাথ দাস উচ্চ বিদ্যালয়েও আমরা একটি পাখিরালয় করেছি যেখানে বহু পাখি আস্তানা নেয়। তাদের জীবনচক্র ছাত্রছাত্রীদের মুগ্ধ করে এবং ঋতুচক্রভেদে বিবিধ শিক্ষায় শিক্ষিত করে।