Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বাল্য বিবাহ নিয়ে সচেতনতা শিবির


 

বাল্য বিবাহ নিয়ে সচেতনতা শিবির 


Atanu Hazra 
Sangbad Prabhati, 18 March 2025

অতনু হাজরা জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুর ২ নং পঞ্চায়েতের উদ্যোগে বাল্য বিবাহ নিয়ে সচেতনতা শিবির করা হলো আজ। পঞ্চায়েত অফিসের মিটিং রুমে করা হয় এই অনুষ্ঠান। ২ নং পঞ্চায়েতের অন্তর্গত জামালপুর গার্লস হাই স্কুল, কালনা কাঁসরা হাই স্কুল সহ এলাকার ১৪ থেকে ১৮ বছর বয়সী মেয়েরা এই অনুষ্ঠানে যোগদান করে। মূলত ১৮ বছরের আগে বিবাহ করা কেন উচিত নয়, কী কী ক্ষতি হতে পারে সেই বিষয় নিয়েই আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, জয়েন্ট বিডিও রুদ্রেন্দু নন্দী, সি ডি পি ও সুশোভন রায়,জামালপুর গার্লস হাই স্কুলের দুই শিক্ষিকা, জেলা বি ও আই সি চাইল্ড প্রটেকশন ফাল্গুনী চট্টোপাধ্যায়, প্রধান মিঠু পাল সহ অন্যান্যরা। 

মেহেমুদ খান বলেন বাল্য বিবাহ কমাতে এই ধরনের আলোচনা সভা যথেষ্ট কার্যকরী হবে। এই মর্মে আমাদের শপথ নিতে হবে কোনো মতেই ১৮ বছরের নিচে মেয়েদের বিবাহ আমরা কেউ দেবোনা। রাজ্যের মুখ্যমন্ত্রী মেয়েদের শিক্ষার জন্য কতরকমের স্কলারশিপ, কন্যাশ্রী প্রকল্পের ব্যবস্থা করেছেন, সেই সুযোগ সকলেরই নেওয়া উচিত। প্রধান মিঠু পাল বলেন, যাতে তাঁর পঞ্চায়েতে বাল্য বিবাহ কোনমতেই না হয় সেই জন্য তাঁরা এই আলোচনা সভার আয়োজন করেছেন। তিনি আশাবাদী উপস্থিত মেয়েরা তাঁদের কন্যারত্নরা নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারবে।