সাত সকালেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা, গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল বর্ধমানের যুবক
Sangbad Prabhati, 29 March 2025
সৈয়দ আবু জাফর, কালনা : সাত সকালেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। গঙ্গাস্নান করতে এসে জলে তলিয়ে গেল একজন। ঘটনাটি ঘটেছে কালনা থানার অন্তর্গত ধাত্রীগ্রামের পিয়ারিনগর জিবিএম ঘাটে। জানা যায়, আজ সকালে রোহিত দেবনাথ ও সায়ন বিশ্বাস নামে দুজন গঙ্গাস্নান করতে আসে। সম্পর্কে তারা মামা ভাগ্নে। স্নানের জন্য তারা সাত সকালেই ভাগিরথীর জলে নামেন। হঠাৎ করেই তারা দুজনে জলে তলিয়ে যেতে থাকে।
তাদের মধ্যে সায়ন বিশ্বাস (ভাগ্নে) কোনরকমে সাঁতরে পারে উঠে আসে। অপরজন ভাগীরথীর জলে তলিয়ে যায়। জলে তলিয়ে গিয়ে নিখোঁজ হওয়া ব্যক্তির নাম রোহিত দেবনাথ (মামা)। তার বাড়ি বর্ধমানের কালনা গেট নারী মোড় এলাকায়। সে বর্ধমান রাজ কলেজের থার্ড ইয়ারের ছাত্র বলে জানা যায়। এই ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান সায়ন বিশ্বাস। খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছায় কালনা থানার পুলিশ। আসে ডুবুরি। নিখোঁজ যুবককে খোঁজার জন্য জোর কদমে শুরু হয়েছে তল্লাশি অভিযান।