Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সাত সকালেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা, গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল বর্ধমানের যুবক


 

সাত সকালেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা, গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল বর্ধমানের যুবক 


Saiyad Abu Jafar 
Sangbad Prabhati, 29 March 2025

সৈয়দ আবু জাফর, কালনা : সাত সকালেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। গঙ্গাস্নান করতে এসে জলে তলিয়ে গেল একজন। ঘটনাটি ঘটেছে কালনা থানার অন্তর্গত ধাত্রীগ্রামের পিয়ারিনগর জিবিএম ঘাটে। জানা যায়, আজ সকালে রোহিত দেবনাথ ও সায়ন বিশ্বাস নামে দুজন গঙ্গাস্নান করতে আসে। সম্পর্কে তারা মামা ভাগ্নে। স্নানের জন্য তারা সাত সকালেই ভাগিরথীর জলে নামেন। হঠাৎ করেই তারা দুজনে জলে তলিয়ে যেতে থাকে। 

তাদের মধ্যে সায়ন বিশ্বাস (ভাগ্নে) কোনরকমে সাঁতরে পারে উঠে আসে। অপরজন ভাগীরথীর জলে তলিয়ে যায়। জলে তলিয়ে গিয়ে নিখোঁজ হওয়া ব্যক্তির নাম রোহিত দেবনাথ (মামা)। তার বাড়ি বর্ধমানের কালনা গেট নারী মোড় এলাকায়। সে বর্ধমান রাজ কলেজের থার্ড ইয়ারের ছাত্র বলে জানা যায়। এই ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান সায়ন বিশ্বাস। খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছায় কালনা থানার পুলিশ। আসে ডুবুরি। নিখোঁজ যুবককে খোঁজার জন্য জোর কদমে শুরু হয়েছে তল্লাশি অভিযান।