Scrooling

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

"রান ফর রাঢ়" : মিনি ম্যারাথনে পরিবেশ সচেতনতার বার্তা


 

"রান ফর রাঢ়" : মিনি ম্যারাথনে পরিবেশ সচেতনতার বার্তা 


Sangbad Prabhati, 1 March 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পরিবেশ সংরক্ষণ ও সুস্থায়ী পরিবেশের বার্তা ছড়িয়ে দিতে পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাব ও স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশন-এর উদ্যোগে এবং রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও অগ্রগামী ক্রীড়া সামগ্রী বিপণী ডিক্যাথলনের সহযোগিতায় বর্ধমানে "রান ফর রাঢ়" শীর্ষক মিনি-ম্যারাথন অনুষ্ঠিত হল।

 শনিবার সকালে বর্ধমান শহরের পান্থশালা থেকে শুরু হয়ে পারবীরহাটা ঘুরে তিনকোনিয়াতে এই দৌড় শেষ হয়। আয়োজকদের তরফে সন্দীপন সরকার জানান, "অংশগ্রহণকারীদের কোনোপ্রকার নিবন্ধন মূল্য ছিলনা। অংশগ্রহণকারীদের বিশেষ জার্সি, টিফিন, বিশেষ পদক ও সার্টিফিকেট প্রদান করা হয়। কোনো প্রকার পুরস্কার মূল্য না থাকা সত্বেও শুধুমাত্র সচেতনতা প্রসারে রাজ্য ও পাশ্ববর্তী রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৩২জন কিশোর, ৩৪৯জন মহিলা সহ সর্বমোট ৮৭৯ জন অংশ নেয় 'রান ফর রাঢ়' শীর্ষক দৌড়ে।

 বিভিন্ন স্কুল কলেজের এন.সি.সি , এন.এস.এস সদস্যরা সহ সমাজের বিভিন্ন স্তরের বহু সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। বিভিন্ন কারণে রাঢ় অঞ্চলের ক্রমবর্ধমান দূষণ সমন্ধে জনমানষে সচেতনতা আনতেই এহেন উদ্যোগ, উদ্ভিদ জাত খাবারের উপকারিতা, পশুদের প্রতি অত্যাচার হ্রাস, ই-বর্জ্য সহ সকল বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা, আর্থিক সাক্ষরতা ও যুবদের ক্ষমতায়ন নিয়ে বার্তা দেওয়া হয় এই মিনি ম্যারাথনের মাধ্যমে। আগামীতে রাঢ় অঞ্চলের বিভিন্ন জেলায় এহেন উদ্যোগ নেওয়া হবে"। 

 এদিন একঝাঁক সাদা পায়রা উড়িয়ে দৌড়ের উদ্বোধন করেন রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইণ্ডিয়ার আঞ্চলিক প্রধান ও বিশিষ্ট দৌড়বিদ সুবোধ কুমার, বিশিষ্ট চিকিৎসক অতন্ত্র দাস, অভিষেক বোস, সুমন চৌধুরী সহ বিশিষ্টরা। এদিন এই ম্যারাথন উপস্থাপনের জন্য পুলিশের যান নিয়ন্ত্রণের ভূয়ষী প্রশংসা করেন সকলে।

 এদিনের দৌড়ে পুরুষদের মধ্যে বিশেষ নজর কাড়ে মহম্মদ ফাহিম, তিনি ৯মিনিটে ৫কিমি দৌড় শেষ করেন। মহিলাদের মধ্যে ঋষিতা ঘোষ ও কিশোরদের মধ্যে সাহিক তারিখ যথাক্রমে ১৫মিনিট ও ১৯ মিনিটে দৌড় শেষ করেন, এদিন সর্বকনিষ্ট ৪বছরের কিশোরী ঐন্দ্রিলা মল্লিক, সর্বোচ্চ ৭৫ বছর বয়ষী জয়দেব মিত্র দৌড়ে অংশ নিয়েছেন