Scrooling

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

Water Girl Sayani Das ভারতের গৌরব জলকন্যা সায়নী দাস-কে সম্বর্ধনা দিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন


 

Water Girl Sayani Das


ভারতের গৌরব জলকন্যা সায়নী দাস-কে সম্বর্ধনা দিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন

 

Jagannath Bhoumick 
Sangbad Prabhati, 20 February 2025

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : বাংলা তথা ভারতের গৌরব জলকন্যা সায়নী দাস। বৃহস্পতিবার তাঁকে সম্বর্ধনা দিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। সায়নী দাস সপ্তসিন্ধু পার করার লক্ষ্য নিয়ে গত বছর নিউজিল্যান্ডের কুক স্ট্রেইট চ্যানেল অতিক্রম করে ইতিহাসের পাতায় নাম তুলতে সক্ষম হয়েছেন। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা পূর্ব বর্ধমান জেলার কালনা শহরের বারুইপাড়ার বাসিন্দা সায়নী দাস। কঠিন বাধা পেরিয়ে পঞ্চসিন্ধু জয় করেছেন। তার স্বীকৃতি স্বরূপ জাতীয় পুরস্কার পেয়েছেন বাংলার সাঁতারু সায়নী দাস। গত ১৭ জানুয়ারি ভারত সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের ‘তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড ২০২৩’ সম্মান সায়নীর হাতে তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 

২০ ফেব্রুয়ারি সায়নী দাসকে সম্বর্ধনা জানালো পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। বর্ধমান সংস্কৃতি লোক মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে এক লক্ষ টাকার চেক সহ উপহার সামগ্রী সায়নীর হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার ও জনশিক্ষা প্রসার দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, জেলা শাসক আয়েশা রাণী এ, পুলিশ সুপার সায়ক দাস, অতিরিক্ত জেলা শাসক প্রতীক সিং, অতিরিক্ত জেলা শাসক অমিয় কুমার দাস, শিল্পপতি সুশীল মিশ্র, বিধায়ক খোকন দাস সহ অন্যান্যরা।

উল্লেখ্য বাংলার সাঁতারু সায়নী দাস ২০১৭ সালে ইংলিশ চ্যানেল, ২০১৮ সালে অস্ট্রেলিয়ার রটনেস্ট চ্যানেল, ২০১৯ সালে আমেরিকার ক্যাটালিনা চ্যানেল জয় করেন। এই চ্যানেলগুলি জয়ের পর ২০২২ সালে হাওয়াই দ্বীপপুঞ্জের ৪৪ কিমি দীর্ঘ মলোকাই চ্যানেল জয় করেন। এরপর ২০২৪ সালে নিউজিল্যান্ডের কুক স্ট্রেইট চ্যানেল অতিক্রম করে এশিয়া জুড়ে সাড়া ফেলেন। সব মিলিয়ে সপ্তসিন্ধুর মধ্যে পাঁচটা চ্যানেল জয় করে ফেলেছে সায়নী। আর বাকি রইল দুটো, স্পেনের জিব্রাল্টার ও জাপানের সুগারু। সায়নীর পরের লক্ষ্য জিব্রালটার চ্যানেল।