Water Girl Sayani Das
ভারতের গৌরব জলকন্যা সায়নী দাস-কে সম্বর্ধনা দিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন
Sangbad Prabhati, 20 February 2025
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : বাংলা তথা ভারতের গৌরব জলকন্যা সায়নী দাস। বৃহস্পতিবার তাঁকে সম্বর্ধনা দিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। সায়নী দাস সপ্তসিন্ধু পার করার লক্ষ্য নিয়ে গত বছর নিউজিল্যান্ডের কুক স্ট্রেইট চ্যানেল অতিক্রম করে ইতিহাসের পাতায় নাম তুলতে সক্ষম হয়েছেন। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা পূর্ব বর্ধমান জেলার কালনা শহরের বারুইপাড়ার বাসিন্দা সায়নী দাস। কঠিন বাধা পেরিয়ে পঞ্চসিন্ধু জয় করেছেন। তার স্বীকৃতি স্বরূপ জাতীয় পুরস্কার পেয়েছেন বাংলার সাঁতারু সায়নী দাস। গত ১৭ জানুয়ারি ভারত সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের ‘তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড ২০২৩’ সম্মান সায়নীর হাতে তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
২০ ফেব্রুয়ারি সায়নী দাসকে সম্বর্ধনা জানালো পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। বর্ধমান সংস্কৃতি লোক মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে এক লক্ষ টাকার চেক সহ উপহার সামগ্রী সায়নীর হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার ও জনশিক্ষা প্রসার দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, জেলা শাসক আয়েশা রাণী এ, পুলিশ সুপার সায়ক দাস, অতিরিক্ত জেলা শাসক প্রতীক সিং, অতিরিক্ত জেলা শাসক অমিয় কুমার দাস, শিল্পপতি সুশীল মিশ্র, বিধায়ক খোকন দাস সহ অন্যান্যরা।
উল্লেখ্য বাংলার সাঁতারু সায়নী দাস ২০১৭ সালে ইংলিশ চ্যানেল, ২০১৮ সালে অস্ট্রেলিয়ার রটনেস্ট চ্যানেল, ২০১৯ সালে আমেরিকার ক্যাটালিনা চ্যানেল জয় করেন। এই চ্যানেলগুলি জয়ের পর ২০২২ সালে হাওয়াই দ্বীপপুঞ্জের ৪৪ কিমি দীর্ঘ মলোকাই চ্যানেল জয় করেন। এরপর ২০২৪ সালে নিউজিল্যান্ডের কুক স্ট্রেইট চ্যানেল অতিক্রম করে এশিয়া জুড়ে সাড়া ফেলেন। সব মিলিয়ে সপ্তসিন্ধুর মধ্যে পাঁচটা চ্যানেল জয় করে ফেলেছে সায়নী। আর বাকি রইল দুটো, স্পেনের জিব্রাল্টার ও জাপানের সুগারু। সায়নীর পরের লক্ষ্য জিব্রালটার চ্যানেল।