Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সরস্বতী পুজো উপলক্ষে পাঠশালার শিশু ও পথ শিশুদের মধ্যাহ্ন ভোজের আয়োজন


 

সরস্বতী পুজো উপলক্ষে পাঠশালার শিশু ও পথ শিশুদের মধ্যাহ্ন ভোজের আয়োজন 


Sangbad Prabhati, 3 February 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সরস্বতী পূজা উপলক্ষে সোমবার পিছিয়ে পড়া শিশুদের পাঠশালায় মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটিতে পাঠশালার শিশুদের ও স্টেশন সংলগ্ন পথ শিশুদের জন্য দুপুরে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। খিচুড়ি, আলুর দম, চাটনি পাঁপড়, রসগোল্লা পেয়ে প্রত্যেক শিশু খুব তৃপ্তি সহকারে খাবার খেয়েছে। 

প্রায় ১৫০জন শিশু এদিন উপস্থিত ছিল। সংস্থার সভাপতি সেখ পিন্টু ও সম্পাদক কৌশিক রায় এর ঐকান্তিক ইচ্ছায় সেখ পাপ্পু সহ সকলের সহযোগিতায় এবং পাঠশালার প্রধান শিক্ষক তাপস কুমার পাল এর উপস্থিতিতে পাঠশালায় সরস্বতী প্রতিমা এনে পুজোর আয়োজন করা হয়। 

উপস্থিত ছিলেন শিক্ষিকা সজলা সরকার, পলি বেগম, চম্পা রুই দাস, পিউ সহ আরও অনেকে। এই শিশুদের পাঠশালায় এইভাবে সরস্বতী প্রতিমা এনে পুজো করার পর শিশুদের খাওয়নো সত্যিই এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল। আগামী দিনে আরও বড়ো করে এই অনুষ্ঠান করার পরিকল্পনা রইল বলে জানিয়েছেন সংস্থার সভাপতি সেখ পিন্টু।

অন্যদিকে সরস্বতী পুজো উপলক্ষ্যে সমাজ কল্যাণমূলক কর্মে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংস্থা আমার পাঠশালার উদ্যোগে বর্ধমানের নবাবহাট সংলগ্ন তালপুকুরে আমার পাঠশালা প্রাঙ্গণে সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া শিশু এবং তাদের অভিভাবক সহ মোট ৮০ জনের মধ্যে খিচুড়ি, আলুর দম, চাটনি, পাঁপড়, বোঁদে সহযোগে মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়।

 আমার পাঠশালা -র পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক সন্দীপ পাঠক, তপন পাল, অতনু ঘোষ, কামরুজ্জামান চৌধুরী ও কালিশংকর বিশ্বাস।