Scrooling

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

তৃণমূল কংগ্রেসের কর্মী সৈনিকদের নিয়ে বনভোজন ও স্বাস্থ্য পরীক্ষার আয়োজন


 

তৃণমূল কংগ্রেসের কর্মী সৈনিকদের নিয়ে বনভোজন ও স্বাস্থ্য পরীক্ষার আয়োজন 


Atanu Hazra 
Sangbad Prabhati, 9 February 2025

অতনু হাজরা, জামালপুর : তিনি সবসময়ই একটু ব্যতিক্রম চিন্তা করে থাকেন। সারাবছর যে কর্মীরা রোদ, ঝড়, জল উপেক্ষা করে নেতৃত্বের আদেশ অক্ষরে অক্ষরে পালন করে দলের কাজে নিজেদের সমর্পণ করেন, তাঁরা কিন্তু প্রচারের আলোর বাইরেই থাকেন। আজ সেই কর্মীদের নিয়ে একটা বিশেষ ব্যবস্থা করলেন জামালপুর ১ অঞ্চলের তরুণ নেতা তথা দলের পূর্ব বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি সাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব। আজ তিনি তাঁর অঞ্চলের কর্মীদের নিয়ে জামালপুরে দামোদর নদের তীরে একটি বনভোজনের ব্যবস্থা করলেন। এটি শুধু নিছক বনভোজন নয় এখানেই আজ তিনি সকল কর্মীদের জন্য করছেন স্বাস্থ্য পরীক্ষা শিবির। বিভিন্ন বিভাগের ডাক্তারবাবুররা উপস্থিত ছিলেন এই শিবিরে। এরই সাথে ছিল রক্তদান শিবির। 

যেখানে পুরুষ ও মহিলা মিলে প্রায় ৫০ জন রক্তদাতা রক্ত দিলেন এবং সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের হাতে। কর্মীদের উৎসাহিত করতে এদিনের মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহেমুদ খাঁন, বিধায়ক অলক কুমার মাঝি, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, জেলা পরিষদের সদস্য কল্পনা সাঁতরা, জামালপুর ১ অঞ্চল সভাপতি আলিম শেখ, জয়দেব দাস সহ অন্যান্যরা। 

মেহেমুদ খাঁন বলেন সত্যি এ এক অভিনব চিন্তা। আজ কর্মীরা আছে বলেই তাঁদের অস্তিত্ব আছে। তিনি পাঞ্জাব সহ সকল কর্মীদের শুভ কামনা জানান। 

পাঞ্জাব বাবু বলেন তাঁরা সকলেই একটা পরিবার। তাই যাঁরা দিন রাত এক করে খেটে দলের কাজ করে যায়। তাঁদের দিকটাও দেখা তাঁদের কর্তব্য। তাই আজকের এই আয়োজন তিনি করেছেন। 

অন্যদিকে হরিদল সাতঘরিয়ায় হরিদল পল্লী মঙ্গল সমিতির পরিচালনায় একটি রক্তদান উৎসব করা হয়। সাতঘরিয়া গ্রাম তৃণমূল কংগ্রেস ও জাড়গ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এই রক্তদান উৎসব করা হয়। রক্তদাতাদের উৎসাহিত করতে সেখানে উপস্থিত হন বিধায়ক অলক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খাঁন, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক,জেলা পরিষদের সদস্য শোভা দে, ওয়াসিম সরকার,মনতাজ আলী, সরোজ মান্না, সফিকুল মাস্টার, মিজানুর রহমান, উত্তম দে, ঝর্ণা মাইতি, পুষ্প মালিক, শেখ আজাদ রহমান সহ অন্যান্যরা। অলক বাবু বলেন, রক্তদান শিবির করা এক মহতী কাজ কত মুমূর্ষু মানুষের জীবন বাঁচায় এক ইউনিট রক্ত। তিনি পল্লী মঙ্গল সমিতিকে ধন্যবাদ জানান। 

মেহেমুদ খাঁন বলেন ক্লাব গুলো সকলেই যদি এইভাবে এগিয়ে এসে রক্ত দান শিবির করে তাহলে রক্ত সংকট অনেকটাই মিটবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জন্যই ক্লাব গুলোকে অনুদান দিয়েছেন। তিনি ক্লাবের সম্পাদক, সভাপতি সহ সকলকে ধন্যবাদ জানান। ক্লাব সভাপতি শান্তনু ঘোষ ও সম্পাদক গোলকবিহারী দে জানান পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ৭২ জন রক্ত দিয়েছেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হল বর্ধমান মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের হাতে।