Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

৬৯ তম জামালপুর জোনাল কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টস

 



৬৯ তম জামালপুর জোনাল কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টস 



Atanu Hazra 
Sangbad Prabhati, 6 February 2025

অতনু হাজরা, জামালপুর : ৬৯ তম জামালপুর জোনাল কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টস অনুষ্ঠিত হলো জামালপুরের সেলিমাবাদ সিবি গ্রাউন্ডে। ব্লকের বিভিন্ন স্কুল এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। ছাত্র ছাত্রীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, জামালপুর ব্লকের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা। ছিলেন প্রবীর কুমার নায়েক, কুন্তল চট্টোপাধ্যায়, পীযূষ দাস ও বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক অতনু হাজরা।

 মেহেমুদ খান বলেন, খেলা ধুলায় শরীর ও মন দুই সুস্থ থাকে। তাই সকলকে মাঠ মুখী হতে তিনি আবেদন করেন। তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী খেলাধুলার উপর বাড়তি জোর দিয়েছেন। অতনু বাবুও সকল ছাত্র ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষকের তত্ত্বাবধানে খেলা ধুলা করার কথা বলেন। কারণ খেলা ধুলার মাধ্যমেও এখন জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায়। 

জোনাল সম্পাদক সুজিত ধারা জানান, মোট ৬৪ টি ইভেন্টে ৪১৯ জন প্রতিযোগী অংশ নিয়েছিল। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয়।