Scrooling

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

৬৯ তম জামালপুর জোনাল কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টস

 



৬৯ তম জামালপুর জোনাল কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টস 



Atanu Hazra 
Sangbad Prabhati, 6 February 2025

অতনু হাজরা, জামালপুর : ৬৯ তম জামালপুর জোনাল কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টস অনুষ্ঠিত হলো জামালপুরের সেলিমাবাদ সিবি গ্রাউন্ডে। ব্লকের বিভিন্ন স্কুল এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। ছাত্র ছাত্রীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, জামালপুর ব্লকের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা। ছিলেন প্রবীর কুমার নায়েক, কুন্তল চট্টোপাধ্যায়, পীযূষ দাস ও বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক অতনু হাজরা।

 মেহেমুদ খান বলেন, খেলা ধুলায় শরীর ও মন দুই সুস্থ থাকে। তাই সকলকে মাঠ মুখী হতে তিনি আবেদন করেন। তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী খেলাধুলার উপর বাড়তি জোর দিয়েছেন। অতনু বাবুও সকল ছাত্র ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষকের তত্ত্বাবধানে খেলা ধুলা করার কথা বলেন। কারণ খেলা ধুলার মাধ্যমেও এখন জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায়। 

জোনাল সম্পাদক সুজিত ধারা জানান, মোট ৬৪ টি ইভেন্টে ৪১৯ জন প্রতিযোগী অংশ নিয়েছিল। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয়।