Scrooling

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

পূর্ব বর্ধমানে এবার মাধ্যমিক পরীক্ষায় বসছে ৪৫ হাজার ৮৪৮ জন ছাত্র-ছাত্রী


 

পূর্ব বর্ধমানে এবার মাধ্যমিক পরীক্ষায় বসছে ৪৫ হাজার ৮৪৮ জন ছাত্র-ছাত্রী


Sangbad Prabhati, 9 February 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রাত পোহালেই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা ২০২৫ এ বছর পূর্ব বর্ধমান জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৫ হাজার ৮৪৮জন। এর মধ্যে ১৯ হাজার ৪৪৮জন ছাত্র এবং ২৬ হাজার ৪০০জন ছাত্রী। গত কয়েক বছরের মতো এবারও জেলায় ছাত্রদের থেকে ছাত্রীদের সংখ্যা বেশি। 

মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গেছে, এবার জেলায় মোট পরীক্ষা কেন্দ্র ১২৪টি। এর মধ্যে মূল পরীক্ষা কেন্দ্র ৫৫টি ও উপ পরীক্ষা কেন্দ্র ৬৯টি। কোনো সমস্যা হলে কন্ট্রোল রুমে ফোন করে জানানো যেতে পারে। কন্ট্রোল রুমের ফোন নম্বর হল ৮০০১১৯২৭৪০ এবং ৯৪৩৪৬৬৮৮০। এছাড়া পরীক্ষা চলাকালীন পর্ষদ কর্তৃক নির্ধারিত সমস্ত নিয়ম কানুন কঠোর ভাবে মেনে চলা হবে। ২০২৪ সালে জেলায় পরীক্ষার্থী ছিল ৪০ হাজার ৭৮২ জন। এদের মধ্যে ছাত্র সংখ্যা ছিল ১৭ হাজার ৯৭০ জন ও ছাত্রী সংখ্যা ছিল ২২ হাজার ৮১২জন।

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রতি যে নির্দেশাবলী দিয়েছে এক নজরে দেখে নিন -

পরীক্ষা শুরুর প্রথম দিন (১০.০২.২০২৫) পরীক্ষা কেন্দ্রের গেট খোলা হবে সকাল ০৯.৪৫ মি.-এ।

পরীক্ষা শুরুর প্রথম দিন (১০.০২.২০২৫) কেবলমাত্র পরীক্ষার্থীরা সকাল ০৯.৪৫ মি.-এ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে।

পরীক্ষার দ্বিতীয় দিন (১১.০২.২০২৫) থেকে পরীক্ষার শেষ দিন (২০.০২.২০২৫) পর্যন্ত কেবলমাত্র পরীক্ষার্থীরা সকাল ১০.০০ টায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে।

পরীক্ষা কেন্দ্র প্রবেশের সময় পরীক্ষার্থীরা কেবলমাত্র সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, লেখার সরঞ্জাম (কলম, পেন্সিল, ইরেজার, জ্যামিতি, ভূগোল ও জীবন বিজ্ঞানের অঙ্কন সামগ্রী) স্বচ্ছ বোর্ড ও স্বচ্ছ জলের বোতল ছাড়া অন্য কিছু (ক্যালকুলেটর, ফর্মুলা স্কেল, মোবাইল ফোন বা অন্য কোন গেজেট, বোর্ড, ছাপা বা লিখিত কোন বই বা কাগজ) নিয়ে প্রবেশ করতে পারবে না।

পরীক্ষা কেন্দ্রের বাইরে থেকে কোনো সাদা কাগজ নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না।

উপরোক্ত বস্তুগুলি যদি কারো কাছে পাওয়া যায় তবে তা বাজেয়াপ্ত করা হবে এবং সংশ্লিষ্ট পরীক্ষার্থীর বিরুদ্ধে পর্ষদ নির্দেশিত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পরীক্ষার হলে পরীক্ষার জন্য নির্দিষ্ট খাতা ছাড়া প্রশ্নপত্র, অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটে কোন কিছু লেখা নিষিদ্ধ।

পরীক্ষা শুরুর পর ১ ঘন্টার মধ্যে পরীক্ষা হলের বাইরে যাওয়া যাবে না, খাতা জমা দেওয়া যাবে না।

পরীক্ষা শেষের অব্যবহিত পরেই পরীক্ষা-কক্ষে উপস্থিত শিক্ষক / শিক্ষিকার কাছে পরীক্ষার খাতা জমা দিয়ে দিতে হবে। কোনোভাবে বিলম্ব করলে তা শাস্তি যোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

- কোনো পরীক্ষার্থী পরীক্ষাকক্ষে কোনো অসদুপায় গ্রহণ করলে, পর্ষদের নিয়ম অনুসারে পরীক্ষা নিয়ামক কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে বাধ্য থাকবেন।

কোনো পরীক্ষার্থী পরীক্ষাকক্ষে উপস্থিত শিক্ষক/ শিক্ষিকার সংগে অশালীন বা অভব্য আচরণ করলে, পরীক্ষাকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় যুক্ত থাকলে, পর্ষদের নির্দেশানুসারে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।