বাংলা ভাষাতেই মন্ত্র উচ্চারণে সরস্বতী পুজো করে সাড়া ফেলেছে মশাগ্রামের সারদা মিশন শিক্ষণ মন্দির
Sangbad Prabhati, 3 February 2025
অতনু হাজরা, মশাগ্রাম : বাংলা ভাষাতেই সরস্বতী পুজো করে সাড়া ফেলেছে পূর্ব বর্ধমানের মশাগ্রামের সারদা মিশন শিক্ষণ মন্দির। জেলাতো বটেই রাজ্যে ব্যতিক্রমী এই প্রয়াসের মাধ্যমে নজীর সৃষ্টি করেছে বিদ্যালয়টি।
ওঁ ভদ্রকালৈ নমো নিত্যং সরস্বতৈ নমো নমঃ। বেদ-বেদান্ত বেদাঙ্গ-বিদ্যাস্থানেভ্যঃ এব চ। এষ স-চন্দন বিল্বপত্র পুষ্পাঞ্জলি ওঁ ঐং শ্রী শ্রী সরস্বতৈ নমঃ। না। এই সংস্কৃত মন্ত্রে অঞ্জলি নয়। সম্পূর্ণ বাংলা ভাষায় মন্ত্র পাঠ করে অঞ্জলি দিল পড়ুয়ারা।
শুধু কি তাই, সরস্বতীর প্রণাম মন্ত্র,
"ওঁ জয় জয় দেবী চরাচর সারে। কুচযুগশোভিত মুক্তাহারে। বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমোস্তুতে।
এই সবই উচ্চারিত হলো বাংলায়। সম্পূর্ণ বাংলা ভাষায় মন্ত্র পাঠ করে পুজো হলো পূর্ব বর্ধমানের মশাগ্রামের সারদা মিশন শিক্ষণ মন্দিরে।
এই বছর দেবী সরস্বতীর আরাধনায় ব্যতিক্রমী ভাবনা এই বিদ্যালয়ে। সম্পূর্ণ বাংলা ভাষায় মন্ত্র পাঠ করে সরস্বতী পুজো হলো অঞ্জলিও হলো বাংলা ভাষায়। বাংলাতে নিজের মাতৃভাষায় অঞ্জলি দিতে পেরে খুশি পড়ুয়ারা। তারা জানাচ্ছে এতদিন সংস্কৃত মন্ত্রের মানে বুঝতো না। কিন্তু এবার তার প্রকৃত অর্থ কি বুঝতে পারল। এই দিন বাংলা মন্ত্রের বইটি প্রকাশ হয়। স্কুলের শিক্ষক এবং লেখক মারুত কাশ্যপ বইটি লেখেন।
সম্ভবত সম্পূর্ণ বাংলা মন্ত্রে এই প্রথম সরস্বতীর আরাধনা হল।
অন্যদিকে পাড়াতল অঞ্চল স্বামী বিবেকানন্দ বিদ্যালয়ে আজ সকল ক্ষুদে ছাত্র ছাত্রী বাগদেবীর আরাধনায় ব্রতী হয়। সকালে মন্দিরে প্রতিমা পুজো শুরু হয়, সকল ছাত্র ছাত্রী এক সঙ্গে পুষ্পাঞ্জলি দেয়।
জামালপুর ব্লক অফিসে বাগদেবীর আরাধনায় সামিল হন বিডিও পার্থ সারথী দে সহ সকল কর্মীরা। এখানেও সকলে সমবেত হয়ে মায়ের পায়ে অঞ্জলি দেন।