Scrooling

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

বইয়ের প্রতি প্রেম সঞ্চারে মিলিত প্রয়াস এর বিশেষ অনুষ্ঠান


 

বইয়ের প্রতি প্রেম সঞ্চারে মিলিত প্রয়াস এর বিশেষ অনুষ্ঠান 


Sangbad Prabhati, 13 February 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সারা বিশ্ব জুড়ে ১৪ ফেব্রুয়ারি পালিত হয় ইন্টারন্যাশনাল বুক গিভিং ডে। বইয়ের প্রতি প্রেম এবং বইকে ভালোবেসে একে অপরকে উপহার হিসেবে দেওয়ার উদ্দেশ্যেই এই দিনটি উদযাপন করা হয়। এই বিশেষ দিনটিকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন মিলিত প্রয়াস বৃহস্পতিবার একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করে। 

সংস্থার সম্পাদক প্রতনু রক্ষিত জানান, এই দিন সকালে তেজগঞ্জ নতুন কলোনিতে অবস্থিত প্রাক্তন অধ্যাপক তুষার মজুমদার পরিচালিত পাঠশালায় উপস্থিত হয়ে সেখানকার শতাধিক ছাত্র-ছাত্রীর হাতে বিভিন্ন স্বাদের একটি করে বই তুলে দেওয়া হয়। ছাত্র-ছাত্রীরা অঙ্গীকারবদ্ধ হয় যে বইগুলি পড়ার শেষে তারা একে অপরের সাথে সেই বই বিনিময় করবে এবং বিভিন্ন আনন্দ অনুষ্ঠানে উপহার হিসেবে বই তুলে দেবে। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি রুপে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সদস্য অধ্যাপক চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন প্রধান শিক্ষক বিশ্বজিৎ সেনগুপ্ত সহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য বর্তমান পরিস্থিতিতে বই পড়ার চল কিশোর কিশোরী এবং যুব সম্প্রদায় মধ্যে ভীষণভাবে কমতে বসেছে। একদিকে বিভিন্ন মোবাইল গেম, রিলসের বাড় বাড়ন্ত এবং অন্যদিকে পিডিএফ, ই বুকের বৃদ্ধির ফলে ছাপানো বই পড়ার অভ্যাস প্রায় হারিয়ে যেতে বসেছে। ফল স্বরূপ গ্রন্থাগার গুলির অবস্থাও ভীষণ করুন। পাঠকের অভাবে আজ গ্রন্থাগার গুলি ধুকছে। এমতবস্থায় ছাত্র-ছাত্রীদের মধ্যে বই পড়ার এবং বইকে ভালোবাসার প্রবণতাকে বৃদ্ধি করার উদ্দেশ্যে বর্ধমানের স্বেচ্ছাসেবী সংগঠন মিলিত প্রয়াস এই বিশেষ দিনটিকে সামনে রেখে বিগত বছর গুলির মত এ বছরেও একটি অভিনব অনুষ্ঠানের আয়োজন করেছে।